চলতি বছরের ফেব্রুয়ারিতে কলকাতার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে ডেউচা-পাঁচামির কয়লা শিল্পাঞ্চলের কাজের সূচনার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত প্রকল্পের একাংশে শক্ত ব্যাসল্ট তোলার কাজ চলছে। প্রশাসনের দাবি, এর পরেই রয়েছে কয়লার স্তর। রবিবার জেলায় আসছে মুখ্যমন্ত্রী। দু’দিন থাকবেন। এর মধ্যে প্রকল্পের খোঁজ নিতে তিনি আসতে পারেন। এমনই সম্ভাবনার কথা মাথায় রেখে প্রস্তুতি নিয়েছে মহম্মদবাজার ব্লক প্রশাসন।
মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে জেলায় সাজ সাজ রব। ব্যানার, পোস্টারে ভরে উঠেছে চার পাশ। বাদ যাচ্ছে না মহম্মদবাজার ব্লকও। বিশেষ ভাবে চোখে পড়ছে কয়লাখনি প্রকল্পের এলাকা। বিভিন্ন জায়গায় বড় বড় গেট করে সাজিয়ে তোলা হচ্ছে গোটা প্রকল্প এলাকা। ১৪ নম্বর জাতীয় সড়কের মুখ থেকে শুরু করে পুরো প্রকল্প এলাকা জুড়ে পোস্টারের মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানো হয়েছে। প্রকল্প এলাকা জুড়ে পর্যাপ্ত আলোরও ব্যবস্থা করা হচ্ছে।
প্রশাসন সূত্রে খবর, মঞ্চ তৈরির প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। সরঞ্জাম-সহ মিস্ত্রিরও ব্যবস্থা করা আছে। মুখ্যমন্ত্রীর আসবেন এমন নির্দেশ এলেই, দ্রুত মঞ্চ বানিয়ে নেওয়া হবে।
মুখ্যমন্ত্রীর প্রকল্পের সূচনা করার পরে বার দুয়েক কাজ বন্ধ হয়ে যায়। বিক্ষোভও দেখানো হয়। তবে প্রশাসনের দাবি, প্রকল্পের কাজ এখন ঠিকমতো চলেছে। এক দিকে, জমিদাতাদের চাকরি দেওয়ার কাজ চলেছে। অন্য দিকে, মাটি সরিয়ে নরম ব্যাসল্টের স্তর অতিক্রম করে শক্ত ব্যাসল্ট তোলার কাজ চলছে। প্রশাসনের দাবি, এই শক্ত ব্যাসল্টের নীচেই রয়েছে কয়লার স্তর। যাতে দ্রুত কয়লা উত্তোলনের কাজ শুরু করা যায়, সে লক্ষ্যেই এগিয়ে চলেছে শিল্পাঞ্চলে খননের কাজ।
প্রকল্প এলাকার এক আধিকারিক বলেন, “ডেউচা-পাঁচামি মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। প্রকল্প এলাকায় খননের কাজ শুরু হওয়ার পরে এই প্রথম তিনি জেলায় আসছেন। সে ক্ষেত্রে যদি তিনি শেষমুহূর্তে কাজ খতিয়ে দেখতে আসেন, তার জন্য প্রকল্প এলাকা প্রস্তুত। আর সে কারণেই প্রকল্প এলাকায় মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে এলাকা সাজিয়ে তোলা হচ্ছে এবং সমস্ত রকম প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)