রেশনে খাদ্যপণ্য বিলি কেমন হচ্ছে, তা দেখতে রবিবার দুই জেলাশাসক পুরুলিয়া ও বাঁকুড়ার বিভিন্ন এলাকায় ঘুরলেন। খতিয়ে দেখলেন চালের গুণমানও।
রবিবার সকালে বাঁকুড়া ১ ব্লকের বেশ কয়েকটি রেশন দোকান ঘুরে দেখেন জেলাশাসক এস অরুণ প্রসাদ। কথা বলেন রেশন গ্রাহকদের সঙ্গেও। জেলাশাসক বলেন, “রেশন বিলিতে জেলায় এখনও কোথাও কোনও গোলমালের খবর নেই। রেশন গ্রাহকদের সঙ্গে কথা বলেও কোনও অভিযোগ পাইনি। সার্বিক ভাবে পরিস্থিতি একেবারেই স্বাভাবিক।”
এ দিন রঘুনাথপুর মহকুমার ছ’টি ব্লকে রেশন সামগ্রী দেওয়ার কাজ পরিদর্শন করলেন জেলাশাসক রাহুল মজুমদার। এসডিও (রঘুনাথপুর) দিব্যা মুরুগেশন, মহকুমা খাদ্য নিয়ামক মানস পাত্রকে নিয়ে ব্লকগুলি ঘোরেন জেলাশাসক। সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট ব্লকের বিডিওরা। এ দিন পাড়া ব্লক থেকে পরিদর্শন শুরু করেন জেলাশাসক। শেষে যান সাঁতুড়ি ব্লকে।