Advertisement
১৮ মে ২০২৪

রাতেও খোলা ওষুধের দোকান

বুধবার থেকে শহরে খোলা থাকছে রাতের ওষুধ দোকান। প্রাথমিক ভাবে দিন পনেরো শহরের মিশন কম্পাউণ্ড এলাকার ওই ওষুধের দোকান খোলা থাকছে। চলতি মাসের ১৫ তারিখের পরে রাতে কোন এলাকার কোন দোকান খোলা থাকছে, লিখিত ভাবে মহকুমা শাসককে জানাবেন ওই ওষুধের ব্যবসায়ীরা।

নিজস্ব সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ০২ মার্চ ২০১৭ ০০:৪১
Share: Save:

বুধবার থেকে শহরে খোলা থাকছে রাতের ওষুধ দোকান। প্রাথমিক ভাবে দিন পনেরো শহরের মিশন কম্পাউণ্ড এলাকার ওই ওষুধের দোকান খোলা থাকছে। চলতি মাসের ১৫ তারিখের পরে রাতে কোন এলাকার কোন দোকান খোলা থাকছে, লিখিত ভাবে মহকুমা শাসককে জানাবেন ওই ওষুধের ব্যবসায়ীরা। বুধবার বোলপুর মহকুমা শাসকের দফতরে তা নিয়ে হয়ে গেল একটি বৈঠক। আর সেই বৈঠকে এমনই সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট সবপক্ষ।

বোলপুর শহরে রাতে ওষুধের দোকান খোলা রাখা নিয়ে, স্থানীয় বাসিন্দাদের আর্জি ছিল দীর্ঘ দিনের। সাম্প্রতিক অতীতে তা নিয়ে বার কয়েক এলাকার ব্যবসায়ী সমিতি, সংশ্লিষ্ট ওষুধের দোকানদার নিয়ে বৈঠক করেছে মহকুমা পুলিশ প্রশাসন। কিন্তু তেমন কোনও ইতিবাচক সাড়া মেলেনি। বুধবার বোলপুরের এসডিপিও অম্লান কুসুম ঘোষ, মহকুমা হাসপাতালের সুপার অমিত মজুমদার, এলাকার ব্যবসায়ী সমিতির সভাপতি, ওষুধ ব্যবসায়ীদের নিয়ে বৈঠক বসেন বোলপুরের মহকুমাশাসক শম্পা হাজরা। বোলপুর ব্যবসায়ী সমিতির পক্ষে সভাপতি মুরশেদ নেওয়াজ খান বলেন, “আপাতত মিশন কম্পাউণ্ড এলাকার ‘বলাকা’ ওষুধের দোকান খোলা থাকছে। ১৫ তারিখের পর থেকে রাতে, শহরের কোন এলাকার কোন দোকান খোলা থাকবে জানাবেন এলাকার ওষুধ ব্যবসায়ীরা। লিখিত ভাবে মহকুমা শাসককে জানানোর সিদ্ধান্ত হয়েছে।” রাতে ওই দোকান এলাকায় পাহারার পাশাপাশি পুলিশ নজরদারি থাকবে বলে জানিয়েছে এ দিন বোলপুর মহকুমা পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Drug store night
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE