Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Dubrajpur

পুরভোটের দেওয়ালে ফুটছে পদ্ম

সোমবার দোলের সকালে দুবরাজপুর ১ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি দেওয়াল লেখা হয়েছে।

‘আর নয় অন্যায়’ ডাক দিয়ে বিজেপির দেওয়াল। ছবি: দয়াল সেনগুপ্ত

‘আর নয় অন্যায়’ ডাক দিয়ে বিজেপির দেওয়াল। ছবি: দয়াল সেনগুপ্ত

নিজস্ব সংবাদদাতা 
দুবরাজপুর শেষ আপডেট: ১১ মার্চ ২০২০ ০০:১৫
Share: Save:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ১ মার্চ কলকাতায় এসে ‘আর নয় অন্যায়’ শীর্ষক প্রচার কর্মসূচির উদ্বোধন করেছেন। সেই আহ্বান সামনে রেখে পুরসভা নির্বাচনের প্রচারে দেওয়াল লেখার কাজ শুরু করে দিল জেলা বিজেপি। সিউড়ি পুরসভায় ইতিমধ্যেই শুধু প্রার্থীর নাম বাদ দিয়ে দেওয়াল লেখা হয়েছে ১, ৮, ১৭ নম্বর ওয়ার্ডে।

সোমবার দোলের সকালে দুবরাজপুর ১ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি দেওয়াল লেখা হয়েছে। দেওয়াল লেখা শুরু হয়েছে ১২ নম্বর ওয়ার্ডেও। সিউড়ি ও দুবরাজপুরে স্থানীয় নেতারা বলছেন, ‘‘দিন কয়েকের মধ্যে দুটি পুরসভার অন্য ওয়ার্ডগুলিতেও দেওয়াল লিখন চলবে।’’ পুরভোটের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন। কোনও দল প্রার্থীর নামও ঘোষণা করেনি। তৃণমূলও যেখানে দেওয়াল লেখার কাজে হাত দেয়নি, সেখানে বেশ কিছুটা আগেই দেওয়াল লেখায় হাত দিল বিজেপি।

বিজেপি-র জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল বলছেন, ‘‘জনসমর্থন থাকলেও তৃণমূলের মতো অর্থ ও লোকবল আমাদের নেই। তাই একটু আগেই হাত দিয়েছি। এমনিতেই ‘আর নয় অন্যায়’ শীর্ষক কর্মসূচি শুরু হয়েছে। সেই সঙ্গে জেলার পাঁচটি পুরসভায় পুরভোটের প্রচারে দেওয়াল লেখার জন্য কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। শুধু দুবরাজপুর সিউড়ি নয়, বাকি পুরসভাগুলিতেও দেওয়াল লেখা শুরু করার কথা।’’

জেলা বিজেপি সূত্রে খবর, ‘আর নয় অন্যায়’ শীর্ষক কর্মসূচিতে তৃণমূল সরকার দুর্নীতিগ্রস্ত এবং গণতন্ত্র, সুশাসন, কর্মসংস্থান, নারী সুরক্ষা-সহ সব দিকে ব্যর্থ, সেই সব জনসমক্ষে তুলে ধরতে রাজ্যের মানুষের বাড়িতে বাড়িতে যাওয়া হবে। ভিডিও তৈরি করা হয়েছে। সেগুলিরও প্রচার চলবে পুরভোট থেকে শুরু করে বিধানসভা ভোট পর্যন্ত। তার আগেই দেওয়ালে দেওয়ালে টোল ফ্রি নম্বর সাঁটিয়ে এই কর্মসূচি নিয়ে প্রচারের নির্দেশ এসেছে। এক ঢিলে দুই পাখি মারতে সামনেই পুরসভা নির্বাচন রয়েছে, এমন এলাকায় ভোট প্রচারও সারতে চাইছে দল। শ্যামাপদবাবু বলছেন, ‘‘প্রার্থীদের নাম ঘোষণা না হলেও তা চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। তা হলেও আর দেওয়াল লিখতে সমস্যা কোথায়। পরে শুধু নাম লিখলেই হল।’’

তৃণমূলের সহ সভাপতি অভিজিৎ সিংহ বলছেন, ‘‘বাংলার গর্ব মমতা শীর্ষক কর্মসূচি ২৯৪টি বিধানসভা এলাকায় ব্যাপক ভাবে চলছে। ব্যতিক্রম নয় পুরসভা এলাকাও। কী ভাবে রাজ্যের শান্তি ও উন্নয়ন হাত ধরাধরি করে আছে, তা রাজ্যের মানুষ জানেন। একটি পুর এলাকায় কোন বিরোধী দল ভোট প্রচারে কী লিখল তাতে কিছুই যায়-আসে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE