গত কয়েকদিন ধরে রাঢ়বঙ্গের বিভিন্ন বনাঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনায় চিন্তায় পড়েছে বন দফতর। আগুনের গ্রাস থেকে জঙ্গল ও বন্যপ্রাণকে বাঁচাতে প্রচারকেই হাতিয়ার করছে তারা।
বৃহস্পতিবার সকাল থেকে পুরুলিয়া বন বিভাগের অন্তর্গত বাঘমুণ্ডি বনাঞ্চল কর্তৃপক্ষ তাঁদের এলাকার জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে প্রচার শুরু করেছেন। বন দফতর সূত্রে জানানো হয়েছে, সচেতনতা গড়তে এ দিন বাঘমুণ্ডি রেঞ্জ এলাকার জঙ্গল লাগোয়া কালিমাটি, বাঁধডি, পিড়রগড়িয়া-সহ ১৭টি গ্রামে মাইকে প্রচার হয়েছে। বাঘমুণ্ডির রেঞ্জ অধিকারিক মনোজকুমার মল্ল জানান, জঙ্গলে নজরদারি চলছে। সচেতনতা প্রচারের উপরেও জোর দেওয়া হচ্ছে। এ ধরণের প্রচার এখন থেকে নিয়মিত ভাবে চলবে বলে জানিয়েছেন তিনি।
কী ভাবে চলছে প্রচার?