Advertisement
E-Paper

রামপুরহাটে ‘বাপি বাড়ি যা’

আলাদা করে ২০ ফুট উচ্চতার স্টেজ তৈরি করা হয়েছে। দর্শকদের ঢোকার জন্যে পাঁচটি গেট তৈরির কাজ সারা। মহিলাদের গেট আলাদা। ছাত্রছাত্রী, মহিলাদের বসার জায়গাও আলাদা। পৃথক গেট রয়েছে ভিআইপিদের জন্যেও। পর্যাপ্ত সাউন্ড সিস্টেম, আলোর ব্যবস্থা তো রয়েছেই।

অপূর্ব চট্টোপাধ্যায়

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৬ ০১:২০
ক্রিকেট ময়দানের চেনা ছবি। —ফাইল চিত্র। (ডান দিকে) রামপুরহাটে দাদার মুখোশ পরে হুল্লোড় পড়ুয়াদের। ছবি: সব্যসাচী ইসলাম

ক্রিকেট ময়দানের চেনা ছবি। —ফাইল চিত্র। (ডান দিকে) রামপুরহাটে দাদার মুখোশ পরে হুল্লোড় পড়ুয়াদের। ছবি: সব্যসাচী ইসলাম

আলাদা করে ২০ ফুট উচ্চতার স্টেজ তৈরি করা হয়েছে। দর্শকদের ঢোকার জন্যে পাঁচটি গেট তৈরির কাজ সারা। মহিলাদের গেট আলাদা। ছাত্রছাত্রী, মহিলাদের বসার জায়গাও আলাদা। পৃথক গেট রয়েছে ভিআইপিদের জন্যেও। পর্যাপ্ত সাউন্ড সিস্টেম, আলোর ব্যবস্থা তো রয়েছেই।

— আজ, শনিবার রামপুরহাট মহকুমা ক্রীড়া সংস্থার ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ভারত অধিনায়ক তথা সিএবি-র প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় আসছেন যে! বীরভূম জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানাচ্ছেন, ২০ হাজারেরও বেশি লোক ধরতে পারে এমন মাঠে সৌরভকে সংবর্ধনা দেওয়া হবে। শুক্রবারই মাঠের প্রস্তুতি ছিল শেষ পর্যায়ে।

খেলোয়াড়দের উৎসাহ দিতে ক্রিকেটের এই জনপ্রিয় তারকাকে হাজির করার ইচ্ছেটা উদ্যোক্তাদের বহু দিনের। গত মাসে তাঁরা দাদার সঙ্গে যোগাযোগ করেন। ইচ্ছের কথা জানান। সৌরভ নিরাশ করেননি। সংস্থার পক্ষ থেকে ৬ নভেম্বর, রবিবার আসার প্রস্তাব দেওয়া হলেও দাদার ইচ্ছেতেই এক দিন আগে শনিবার দিন ঠিক হয়। আজ, বেহালার বাড়ি থেকে সড়ক পথে এসে দুপুর দু’টো নাগাদ গাঁধী স্টেডিয়ামে পৌঁছনোর কথা দাদার।

ক্রিকেটের জনপ্রিয় প্রাক্তনীকে স্বাগত জানাতে প্রস্তুত রামপুরহাটও। ফ্লেক্স, কাটআউটে ছেয়েছে শহর— কোথাও ব্যাট হাতে মাঠে নামছেন , কোথাও মাইক্রোফোন হাতে কমেন্ট্রি দিচ্ছেন। লর্ডসের মাঠে জামা খোলার সেই অমোঘ ছবি তো রয়েছেই।

রামপুরহাট মহকুমা ক্রীড়া সংস্থা তাদের বর্ষপূর্তিতে থিম সঙও তৈরি করেছে— ‘৭৫ এ উঠুক তান, খেলায় আসুক নতুন প্রাণ’। এর রূপকার চিকিৎসক দম্পতি অভিজিৎ রায় ও মৌমিতা রায়। শহর ছাড়িয়ে মহকুমার বিভিন্ন প্রান্তে সৌরভের আসার কথা ইতিমধ্যেই মাইকে প্রচার করা হয়েছে। ছড়িয়ে দেওয়া হয়েছে ফেসবুকেও। পরস্পর পরস্পরকে দাদার আগমনের দিন মাঠে থাকার কথা দিয়ে রাখছেন।

ক্রীড়া সংস্থার সভাপতি তথা রামপুরহাটের মহকুমাশাসক সুপ্রিয় দাস জানান, গাঁধি স্টেডিয়ামে প্রায় এক ঘণ্টা থাকবেন সৌরভ। ওই সময়ে জেলা ক্রীড়া সংস্থা, তিন মহকুমা ক্রীড়া সংস্থা ছাড়াও বিভিন্ন সংস্থা থেকে সৌরভকে সংবর্ধনা দেওয়া হবে। ক্রীড়া সংস্থার সহ সভাপতি শ্যামল হালদার জানালেন, এই প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে সৌরভের জনপ্রিয়তা দেখেই আনতে একমত হন তাঁরা। সৌরভ আসতে রাজি হওয়ায় কৃতজ্ঞতা জানাতে ভোলেননি সংস্থার সদস্যেরাও।

বীরভূম জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়, রামপুরহাট মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক সুশান্ত বন্দ্যোপাধ্যায় জানান, গাঁধী স্টেডিয়ামে ২০ হাজারেরও বেশি লোক ধরে। উদ্যোক্তাদের আশা তার চেয়েও বেশি লোক হতে পারে। সেই ভাবনা থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে দাবি প্রশাসনের। প্রশাসন সূত্রেই জানা গিয়েছে, নিরাপত্তা জন্যে প্রায় দু’শো জন পুলিশ কর্মী ছাড়াও ৫০ সিভিক ভলান্টিয়ার থাকবেন।

সংস্থা সূত্রেই জানা গেল, মাঠে ঢোকার কোনও প্রবেশ মূল্য নেই। দর্শকেরা যাতে সৌরভকে ভাল ভাবে দেখতে পান, তার জন্যে গাঁধী স্টেডিয়ামে ২০ ফুট উচ্চতার স্টেজ করা হয়েছে। স্টেজে ওঠার জন্যে অস্থায়ী ভাবে সিমেন্টের সিঁড়িও তৈরি করা হয়েছে। এক পাশে ভিআইপিদের গেট তৈরি করা হয়েছে। দর্শকদের জন্যে রয়েছে পাঁচটা গেট। মহিলাদের প্রবেশ পথ আলাদা। মহিলা, ছাত্রছাত্রীদের আসনও আলাদা। মাঠের ভিতরের সবাই যাতে দাদার কথা শুনতে পান, তার জন্যে ৩৫টি মাইকের ব্যবস্থা করা হয়েছে। থাকছে পর্যাপ্ত আলো। স্টেজের পিছনে টিভিতে দেখানো হবে সৌরভের ক্রিকেট-জীবনের উপরে তথ্যচিত্র। সংস্থার পক্ষ থেকে শহরের বিভিন্ন স্কুলে সাড়ে তিন হাজার সৌরভের মুখোশ বিলি হয়েছে।

ক্রিকেটের প্রিয় নায়ক আসছে দেখে বেজায় খুশি রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র সোহম বন্দ্যোপাধ্যায়, সার্থক রায়, মহম্মদ আদিল, মহম্মদ বোরানুল্লারা। মুখিয়ে আছে কখন দাদাকে কাছ থেকে দেখবে। টিভি-র পর্দার বাইরে তারা দাদাকে কখনও দেখেনি। সে কথা জানিয়ে সউৎসাহে বলছে, ‘‘দাদাকে এত কাছ থেকে দেখতে পাব! ভাবতেই আনন্দ হচ্ছে।’’ উৎসাহী কয়েক জনকে আবার দেখা গেল শুক্রবারই মাঠে ঢুঁ মেরে যেতে!

আজ মাঠে উপস্থিত থাকার কথা জেলাশাসক থেকে পুলিশ সুপারের। আমন্ত্রিত অতিথি তালিকায় রয়েছেন এসআরডিএ-র চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিংহ, সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, বিধায়ক অশোক চট্টোপাধ্যায়, আব্দুর রহমানদের।

যতদূর জানা গিয়েছে, বীরভূমের বিখ্যাত শেরপাই শিল্পসামগ্রী ছাড়াও দাদার হাতে তুলে দেওয়া হবে ১৮ ইঞ্চি লম্বা রুপোর ব্যাট। সৌরভের হাতে শিলান্যাস হওয়ার কথা শতাব্দী রায়ের সাংসদ তহবিলের টাকায় তৈরি মাল্টিজিমের। শিলান্যাস হতে পারে মিনি ইন্ডোর স্টেডিয়ামেরও।

এখন যাবতীয় প্রস্তুতি সারা। শুধু মহারাজ আসার অপেক্ষা!

Rampurhat sports association Ganguly
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy