অরণ্য সপ্তাহ উপলক্ষে সাঁইথিয়ার আমোদপুর এলাকার সাংড়া পঞ্চায়েতে গাছ বিতরণ শুরু হল। বৃহস্পতিবার জগন্নাথপুর কৃষক বাজারে গাছ এই উপলক্ষে এক অনুষ্ঠান হয়। ছিলেন সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, সাঁইথিয়ার বিডিও অতুনু ঝুরি, এডিও রাজীব হাজরা, পঞ্চায়েত সমিতির সভাপতি সোমনাথ সাধু-সহ
বহু লোকজন।
পঞ্চায়েত প্রধান মিতারানী মণ্ডল জানান, গাছ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। অনেক মানুষ গাছের উপকারিতার কথা না জেনে প্রয়োজনে অপ্রয়োজনে গাছ কাটেন। কিন্তু গাছ লাগান না। তিনি বলেন, ‘‘সে কথা মাথায় রেখে অরণ্য সপ্তাহ উপলক্ষে এলাকায় ‘আমার জমি আমার বাগান’ এই শ্লোগান তুলে এলাকার লোকজনের কাছে গাছ লাগানোর আহ্বান করেছি।’’
এ দিন আম, কলা, লেবু, পেয়ারা মিলিয়ে ৬০ হাজার ফল ও সোনাঝুরি, ইউক্যালেক্টারস, নিম, অর্জুন ইত্যাদি মিলিয়ে ৯০ হাজার গাছের চারা দেওয়া হয়েছে। বিডিও অতনু ঝুরি জানান, যাঁদের গাছ দেওয়া হয়েছে, তাঁরা নিজেদের জায়গায় গাছ লাগাতে পারবেন। ৩০টি গাছ রক্ষণাবেক্ষণ পিছু একশো দিনের প্রকল্পে মজুরি পাবেন। সভাধিপতি বিকাশ রায়চৌধুরী সাংড়া পঞ্চায়েতের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তিনি মনে করিয়ে দিয়েছেন, একটা গাছ কাটলে অন্তত দুটো গাছ লাগানো ও ঠিক ভাবে রক্ষণাবেক্ষণ জরুরি। বড় সাংড়ার যাদব ঘোষ, চিরঞ্জিৎ মণ্ডল, নিরিষার বিল্লনাথ মণ্ডল, নানুবাজার (১) কমলাপতি ঘোষ, অন্নপূর্ণা দাস, নানুবাজারের (২) নির্মলচন্দ্র দাসরা মনে করছেন, শুধু গাছ দিয়ে দায় খালাস নয়, একশো দিনের প্রকল্পে যে ভাবে রক্ষণাবেক্ষণের দায়িত্বও তাদের দেওয়া হয়েছে তা প্রশংসারযোগ্য।