রেশনে বেনিয়ম বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে এ বার সরাসরি সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে এফআইআর করা হবে। প্রশাসন সূত্রে খবর, শনিবার বাঘমুণ্ডি ও আড়শা ব্লকের রেশন ডিলারদের সঙ্গে বৈঠকে পরিস্কার ভাষায় এ কথা জানিয়ে দিয়েছেন জেলাশাসক রাহুল মজুমদার। পাশাপাশি, ভাল কাজ করলে সংশ্লিষ্ট ডিলারদের প্রশাসন পুরস্কৃত করবে বলেও বৈঠকে জানিয়েছেন জেলাশাসক।
শনিবার বিকেলে প্রথমে অযোধ্যা পাহাড়ে বাঘমুণ্ডি ব্লকের রেশন ডিলারদের সঙ্গে বৈঠক করেন জেলাশাসক। পরে শিরকাবাদে তিনি বৈঠক করেন আড়শা ব্লকের ডিলারদের সঙ্গে। প্রশাসন সূত্রে খবর, জেলাশাসক বাঘমুণ্ডির রেশন ডিলারদের জানান, ওই ব্লকে দু’জন ডিলারকে সাসপেন্ড করা হয়েছে।গণবণ্টন ব্যবস্থায় কোনও দুর্নীতি বা বেনিয়ম হলে সংশ্লিষ্ট ডিলারদের আর সাসপেন্ড করা হবে না। এ বার এফআইআর হবে। তাঁদের উদ্দেশে জেলাশাসক বার্তা দেন, খাদ্যসামগ্রী না পেয়ে ক্ষুব্ধ মানুষ অনভিপ্রেত কোনও ঘটনা ঘটিয়ে ফেললে ডিলার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। পাশাপাশি জেলাশাসক তাঁদের এ-ও জানান, ভাল কাজ করলে ‘শ্রেষ্ঠ ডিলার’-কে সম্মান জানানো হবে।
‘ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার্স অ্যাসোসিয়েশন’-এর পুরুলিয়া জেলা শাখার সম্পাদক প্রভাশিসলাল সিংহ দেও বলেন, ‘‘আমাদের নিরাপত্তার দিকটি প্রশাসনকেই দেখতে হবে। আমরা প্রশাসনের হয়েই কাজ করছি।’’ সঙ্গে সংযোজন: ‘‘ভাল কাজ করলে ডিলারদের পুরস্কৃত করার কথা বৈঠকে জানানো হয়েছে। এই ভাবনাকে স্বাগত জানাই। আমাদের সদস্যেরা উৎসাহিত হবেন। অন্য যে বিষয়গুলি জেলাশাসক বলেছেন, আমরাও সে গুলি মাথায় রেখে কাজ করতে বলেছি ডিলারদের।’’