Advertisement
১৮ এপ্রিল ২০২৪
ডিলারদের বার্তা জেলাশাসকের    
Ration

বেনিয়মে এফআইআর, ভাল কাজে পুরস্কার

শনিবার বিকেলে প্রথমে অযোধ্যা পাহাড়ে বাঘমুণ্ডি ব্লকের রেশন ডিলারদের সঙ্গে বৈঠক করেন জেলাশাসক।

বাঘমুণ্ডির রেশন ডিলারদের নিয়ে বৈঠকে জেলাশাসক। নিজস্ব চিত্র

বাঘমুণ্ডির রেশন ডিলারদের নিয়ে বৈঠকে জেলাশাসক। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
বাঘমুণ্ডি শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২০ ০৪:২৫
Share: Save:

রেশনে বেনিয়ম বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে এ বার সরাসরি সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে এফআইআর করা হবে। প্রশাসন সূত্রে খবর, শনিবার বাঘমুণ্ডি ও আড়শা ব্লকের রেশন ডিলারদের সঙ্গে বৈঠকে পরিস্কার ভাষায় এ কথা জানিয়ে দিয়েছেন জেলাশাসক রাহুল মজুমদার। পাশাপাশি, ভাল কাজ করলে সংশ্লিষ্ট ডিলারদের প্রশাসন পুরস্কৃত করবে বলেও বৈঠকে জানিয়েছেন জেলাশাসক।

শনিবার বিকেলে প্রথমে অযোধ্যা পাহাড়ে বাঘমুণ্ডি ব্লকের রেশন ডিলারদের সঙ্গে বৈঠক করেন জেলাশাসক। পরে শিরকাবাদে তিনি বৈঠক করেন আড়শা ব্লকের ডিলারদের সঙ্গে। প্রশাসন সূত্রে খবর, জেলাশাসক বাঘমুণ্ডির রেশন ডিলারদের জানান, ওই ব্লকে দু’জন ডিলারকে সাসপেন্ড করা হয়েছে।গণবণ্টন ব্যবস্থায় কোনও দুর্নীতি বা বেনিয়ম হলে সংশ্লিষ্ট ডিলারদের আর সাসপেন্ড করা হবে না। এ বার এফআইআর হবে। তাঁদের উদ্দেশে জেলাশাসক বার্তা দেন, খাদ্যসামগ্রী না পেয়ে ক্ষুব্ধ মানুষ অনভিপ্রেত কোনও ঘটনা ঘটিয়ে ফেললে ডিলার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। পাশাপাশি জেলাশাসক তাঁদের এ-ও জানান, ভাল কাজ করলে ‘শ্রেষ্ঠ ডিলার’-কে সম্মান জানানো হবে।

‘ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার্স অ্যাসোসিয়েশন’-এর পুরুলিয়া জেলা শাখার সম্পাদক প্রভাশিসলাল সিংহ দেও বলেন, ‘‘আমাদের নিরাপত্তার দিকটি প্রশাসনকেই দেখতে হবে। আমরা প্রশাসনের হয়েই কাজ করছি।’’ সঙ্গে সংযোজন: ‘‘ভাল কাজ করলে ডিলারদের পুরস্কৃত করার কথা বৈঠকে জানানো হয়েছে। এই ভাবনাকে স্বাগত জানাই। আমাদের সদস্যেরা উৎসাহিত হবেন। অন্য যে বিষয়গুলি জেলাশাসক বলেছেন, আমরাও সে গুলি মাথায় রেখে কাজ করতে বলেছি ডিলারদের।’’

প্রশাসন সূত্রে খবর, বৈঠকে রেশন ডিলারদের জানানো হয়, আগামী মাস থেকে গ্রাহক পিছু বরাদ্দ জেলা প্রশাসনের তরফে ডিলারদের জানিয়ে দেওয়া হবে। যাঁর যতটা প্রাপ্য, তাঁকে ততটা খাদ্যসামগ্রী দিতে হবে।

বিডিও (বাঘমুণ্ডি) উৎপল দাস মোহরী বলেন, ‘‘মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার প্রশ্নে রেশন ডিলারদের ভূমিকা ও দায়িত্বের কথা তাঁদের স্মরণ করিয়ে দিয়েছেন জেলাশাসক।’’ বিডিও (আড়শা) অমিতকুমার গায়েনের প্রতিক্রিয়া, ‘‘দুর্নীতি বা বেনিয়ম হলে সরাসরি এফআইআর দায়েরের কথা ডিলারদের কাছে পরিস্কার করে জানিয়ে দিয়েছেন জেলাশাসক।’’

প্রভাশিসলালবাবুর প্রতিক্রিয়া, ‘‘আমরাও চাপ নিয়ে কাজ করছি। হাতে গোনা দু’য়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া রেশন নিয়ে কোনও অভিযোগ নেই। আমরা দায়িত্বের সঙ্গেই কাজ করছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ration Baghmundi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE