Advertisement
১৮ মে ২০২৪
Pathosree

পথশ্রী’ প্রকল্পের  সূচনা দুই জেলায়

এ দিন প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণার পরে, বিকেলে আড়শার পুয়াড়া গ্রামে রাস্তার কাজের সূচনা করেন মন্ত্রী শান্তিরাম মাহাতো ও জেলাশাসক। প্রকল্পের সূচনার পরে জেলা প্রশাসনিক ভবন চত্বরে ‘আমার-সড়ক’ নামে একটি পথনাটিকাও পরিবেশিত হয়।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন
পুরুলিয়া ও বাঁকুড়া শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২০ ০১:২৪
Share: Save:

‘পথশ্রী’ প্রকল্পে পুরুলিয়া ও বাঁকুড়া জেলা জুড়ে একাধিক রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ একযোগে শুরু হল বৃহস্পতিবার। এ দিন পুরুলিয়া জেলা প্রশাসনিক ভবন থেকে একটি ট্যাবলোর উদ্বোধনের মাধ্যমে যৌথ ভাবে প্রকল্পের কাজের সূচনা করেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ মন্ত্রী শান্তিরাম মাহাতো, জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, জেলাশাসক রাহুল মজুমদার ও অতিরিক্ত জেলাশাসক (‌জেলা পরিষদ) আকাঙ্খা ভাস্কর।

জেলাশাসক জানান, এই প্রকল্পে জেলার বিভিন্ন ব্লকে ৪৫৬ কিলোমিটার রাস্তা তৈরি ও সংস্কার করা হবে। এর মধ্যে জেলা পরিষদ, বাংলা গ্রামীণ সড়ক যোজনা এবং একশো দিনের কাজের প্রকল্পে নির্মিত রাস্তা রয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এই কাজের জন্য রাজ্য সরকার পুরুলিয়ার জন্য ৬৫.৩২ কোটি টাকা বরাদ্দ করেছে। সভাধিপতি জানান, জেলায় মোট ১১৭টি রাস্তা তৈরি ও সংস্কার করা হবে। এ দিন একই সঙ্গে সমস্ত জায়গায় কাজের সূচনা হয়েছে। বিভিন্ন জায়গায় জেলার বিধায়কেরাও কাজের সূচনা করেছেন।

এ দিন প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণার পরে, বিকেলে আড়শার পুয়াড়া গ্রামে রাস্তার কাজের সূচনা করেন মন্ত্রী শান্তিরাম মাহাতো ও জেলাশাসক। প্রকল্পের সূচনার পরে জেলা প্রশাসনিক ভবন চত্বরে ‘আমার-সড়ক’ নামে একটি পথনাটিকাও পরিবেশিত হয়।

১১৭টি রাস্তার মধ্যে জেলা পরিষদের অধীনে ৩০টি রাস্তা রয়েছে বলে জানা যায়। এর মধ্যে ১৬টি নতুন রাস্তা তৈরি হবে। বাকি ১৪টি রাস্তার সংস্কার করা হবে। একশো দিনের কাজের প্রকল্পে ৫৬টি মাটির রাস্তা ঢালাই করা হবে। এ ছাড়া, বাংলা গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পেরও কয়েকটি রাস্তা রয়েছে।

একশো দিনের কাজের প্রকল্পে রাস্তা তৈরির মাধ্যমে মানুষকে আরও বেশি কাজ দেওয়ারও লক্ষ্যমাত্রা নিয়েছে জেলা প্রশাসন। জেলাশাসক জানান, গত বার জেলার শ্রমদিবসের লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ১৭ লক্ষ। এ বার লক্ষ্যমাত্রা ১ কোটি ৫০ লক্ষ। গত বছরে সেপ্টেম্বর পর্যন্ত শ্রম-দিবসের সংখ্যা ছিল ৪৫ হাজারের মতো। চলতি বছরে তা ইতিমধ্যেই ৯০ হাজার ছুঁয়েছে।

‘পথশ্রী’ প্রকল্পে এ দিন বাঁকুড়া জেলা জুড়েও গ্রামীণ রাস্তা সংস্কারের কাজের সূচনা হয়। রানিবাঁধের ঝিলিমিলিতে রাস্তা সংস্কারের সূচনা অনুষ্ঠানে ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু, জেলাশাসক এস অরুণ প্রসাদ, জেলা পুলিশ সুপার কোটেশ্বর রাও প্রমুখ। ইন্দাসে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের মেন্টর অরূপ চক্রবর্তী। জেলাশাসক বলেন, “জেলার ২৪টি জায়গা থেকে ২৯৪টি রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে ‘পথশ্রী’ অভিযানে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pathosree
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE