লাদাখে কর্মস্থলে অস্বাভাবিক মৃত্যু হল পুরুলিয়ার এক জওয়ানের। মৃতের নাম নিরঞ্জন কুম্ভকার (৩৬)। তাঁর বাড়ি রঘুনাথপুর থানার ন’পাড়া গ্রামে। পরিবার সূত্রে খবর, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের ১৮ নম্বর ব্যাটেলিয়নের কন্সটেবল পদে তিনি ছিলেন। গত এক বছর ধরে লাদাখে কর্মরত ছিলেন নিরঞ্জন।
মঙ্গলবার রাতে আচমকা নিরঞ্জন অসুস্থ হয়ে পড়েন। তাঁর সহকর্মীরা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান তাঁকে। সেখানেই চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয় বলে জানানো হয়েছে পরিবারকে। মৃত্যুর খবরে শোকে ভেঙে পড়েছে পরিবার ও পরিজনেরা। কী কারণে নিরঞ্জনের মৃত্যু হয়েছে সেই বিষয়ে এখনও পরিবারকে কিছু জানানো হয়নি।