Advertisement
২৬ এপ্রিল ২০২৪
LOba

দুবরাজপুরে সভা করল কৃষিজমি রক্ষা কমিটি

তিনি আরও জানান, সরকারি অফিসে গিয়ে কোনও রকম আলোচনা করবে না কৃষিজমি রক্ষা কমিটি। 

নিজস্ব চিত্র।

নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বীরভূম শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২১ ২৩:০৮
Share: Save:

বীরভূমের দুবরাজপুরের লোবোতে সভা করল কৃষিজমি রক্ষা কমিটি। রবিবার লোবো কালী মন্দির চত্বরে এই সভা হয় কমিটির আহ্বায়ক বুধন ঘোষের নেতৃত্বে। দীর্ঘ লকডাউনের পর এই প্রথম সভা করছে কমিটি।

সভায় বুধন বলেন, “কোথায় নীতি, কোথায় আদর্শ! এই কৃষিজমি রক্ষা কমিটি আন্দোলন তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম, সিঙ্গুর দেখে আন্দোলন শুরু করেছিলাম। সেই আন্দোলনের ওপর গুলি চালানো হয়েছিল। নিজেদের চাওয়া-পাওয়া নিজেদেরই আদায় করে নিতে হবে, কেউ করে দেবে না।”

তিনি আরও জানান, সরকারি অফিসে গিয়ে কোনও রকম আলোচনা করবে না কৃষিজমি রক্ষা কমিটি। শিল্প যদি করতেই হয়, তবে লোবা গ্ৰামে এসে কৃষিজমি রক্ষা কমিটির সঙ্গে বৈঠকে বসে সমস্যার সমাধান করতে হবে। তবেই শিল্প হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

LOba Krishi Jomi Raksha Committee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE