Advertisement
২১ মে ২০২৪

বিদ্যুৎ নেই, ক্ষোভ হিড়বাঁধের গ্রামে

প্রায় দিনই লোডশেডিং হচ্ছে। গত কয়েক দিনে মোটে ঘণ্টা পাঁচেক বিদ্যুৎ ছিল এলাকায়। এমনই অভিযোগ তুলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবিতে শনিবার বাঁকুড়ার হিড়বাঁধে বিদ্যুৎ দফতরের স্টেশন ম্যানেজারকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন মশিয়াড়া গ্রামের বাসিন্দারা।

নিজস্ব সংবাদদাতা
হিড়বাঁধ শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৫ ০০:৩২
Share: Save:

প্রায় দিনই লোডশেডিং হচ্ছে। গত কয়েক দিনে মোটে ঘণ্টা পাঁচেক বিদ্যুৎ ছিল এলাকায়। এমনই অভিযোগ তুলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবিতে শনিবার বাঁকুড়ার হিড়বাঁধে বিদ্যুৎ দফতরের স্টেশন ম্যানেজারকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন মশিয়াড়া গ্রামের বাসিন্দারা। প্রায় আধঘণ্টা ধরে চলে এই বিক্ষোভ। স্টেশন ম্যানেজার বিষয়টি দেখার আশ্বাস দেওয়ার পরে বিক্ষোভকারীরা শান্ত হন।

হিড়বাঁধ ব্লকের মধ্যে অন্যতম বড় গ্রাম মশিয়াড়া। এলাকায় বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা দু’হাজারের বেশি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ‘‘একটু ঝড় বৃষ্টি হলেই বিদ্যুৎহীন হয়ে পড়ে গোটা এলাকা। রাত পেরিয়ে সকাল হলেও বিদ্যুৎ আর ফেরে না। ফলে আলো জ্বলে না, পাখা ঘোরে না। গৃহস্থের পাশাপাশি পড়ুয়ারাও সমস্যায় পড়ছে।’’ মশিয়াড়া গ্রামের বাসিন্দা অভিজিৎ রায়, মানস বন্দ্যোপাধ্যায়, নারায়ণ চট্টোপাধ্যায়ের ক্ষোভ, “প্রায়দিনই লোডশেডিং হয়। গত বৃহস্পতিবার বিকেল থেকে এলাকায় বিদ্যুৎ ছিল না। শুক্রবার দুপুরে ঘণ্টাখানেকের জন্য বিদ্যুৎ এসেছিল। তারপর থেকে শনিবার দুপুর পর্যন্ত বিদ্যুৎ ছিল না। এই অবস্থা দীর্ঘদিন ধরেই চলছে। মোটা টাকা বিল দিচ্ছি। অথচ ঠিকমত পরিষেবা পাচ্ছি না।” তাঁরা জানান, এই অব্যবস্থার প্রতিবাদেই বিদ্যুত বন্টন নিগমের হিড়বাঁধ শাখার স্টেশন ম্যানেজারের কাছে স্মারকলিপি দেওয়া হয়। বিদ্যুৎ বণ্টন নিগমের হিড়বাঁধের স্টেশন ম্যানেজার পরিতোষ বৈদ্য অবশ্য এ ব্যাপারে স্থানীয় স্তরে গাফিলতির অভিযোগ মানতে চাননি। স্টেশন ম্যানেজার বলেন, “আমাদের লোকাল লাইনে কোনও গোলমাল থাকলে দ্রুত আমাদের কর্মীরা গিয়ে তা মেরামতি করে দেন। মেইন লাইনে গোলমাল বা লোডশেডিং হলে আমাদের কিছু করার নেই। তবু লোকাল লাইনের কাজ যাতে দ্রুততার সঙ্গে করা যায় তারজন্য আমাদের কর্মীরা সর্বদা সচেষ্ট।” যদিও শনিবার বিকেলের আগেই এলাকায় বিদ্যুৎ ফেরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hirabandh Load sheddingc mashiara Storm
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE