বর্ণাঢ্য মিছিল করে বুধবার মনোনয়ন দাখিল করলেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের ফরওয়ার্ড ব্লকের প্রার্থী বীর সিংহ মাহাতো ও কংগ্রেসের প্রার্থী নেপাল মাহাতো। এ দিন সকাল থেকে মনোনয়নকে কেন্দ্র করে শহরের বিভিন্ন রাস্তায় বামফ্রন্ট ও কংগ্রেসের মিছিলে যানজট হয়।
গত বিধানসভা ভোটে কংগ্রেস এবং সিপিএম একসঙ্গে লড়েছিল। বাঘমুণ্ডি কেন্দ্রে প্রার্থী ছিলেন কংগ্রেসের নেপাল মাহাতো। সে বারে মনোনয়ন জমার সময়ে তাঁর সঙ্গে ছিলেন ফব-র বীর সিংহ মাহাতো। এ বারে দু’জনেই পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে নিজের নিজের দলের প্রতীকে যুযুধান।
বেলা ১১টা নাগাদ পুরুলিয়া স্টেশন থেকে বামফ্রন্টের মিছিল শুরু হয়। পুরোভাগে ছিলেন প্রার্থী বীর সিংহ মাহাতো, বর্ষীয়ান সিপিএম নেতা বাসুদেব আচারিয়া এবং সিপিএম, ফরওয়ার্ড ব্লক, সিপিআই ও আরএসপি-র নেতানেত্রীরা। সিপিএমের ছাত্র ও যুব সংগঠনের সদস্যেরাও পতাকা নিয়েই শামিল হয়েছিলেন। ছিল ঢোল-ধামসা। মুখে স্লোগান। রিক্সায় লাল পতাকার সঙ্গে সওয়ার ফরওয়ার্ড ব্লকের নির্বাচনী প্রতীক সিংহ। তবে মাটির তৈরি। সেটিই ছিল মিছিলের অন্যতম আকর্ষণ।