Advertisement
২৫ এপ্রিল ২০২৪

প্রচারে পুরুলিয়ায় ঘাঁটি গাড়ছেন অভিষেক

পঞ্চায়েত নির্বাচনে পুরুলিয়ায় বামেদের সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি। শুধু তাই নয়, পুরুলিয়া লোকসভা কেন্দ্রে পঞ্চায়েতের প্রাপ্ত ভোটের নিরিখে ২৮ শতাংশ ভোট বাড়িয়েছে বিজেপি।

নিজস্ব সংবাদদাতা
রঘুনাথপুর শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৯ ০০:৩১
Share: Save:

পঞ্চায়েতে ভোটের ফলই কৌতূহল বাড়িয়ে দিয়েছে পুরুলিয়ার লোকসভা ভোটের। বিজেপি নেতৃত্বের দাবি, জনসমর্থন রয়েছে তাঁদের সঙ্গে। অন্যদিকে, তৃণমূল নেতৃত্ব তাদের গুরুত্ব দিতে নারাজ। এই পরিস্থিতিতে দলের জেলা পর্যবেক্ষক তথা যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ভোটের এক সপ্তাহ আগে থেকে তিনি পুরুলিয়ায় চলে আসছেন। জেলার বিভিন্ন এলাকা ঘুরে প্রচার করবেন। রাজনৈতিক মহলের মতে, এতে এই কেন্দ্রের ভোটের গুরুত্ব বেড়ে গিয়েছে।

দল সূত্রের খবর, এখনও পর্যন্ত এই জেলায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দু’টি সভা করার কথা। অভিষেক ইতিমধ্যেই পুরুলিয়া কেন্দ্রে তিনটি সভা করেছেন। ভাঙড়া ও পাড়া দুই সভাতেই তিনি জানিয়েছেন, প্রচারের শেষ লগ্নে পুরুলিয়ায় তিনি এক সপ্তাহ পড়ে থাকবেন। পাড়ার সভায় তিনি বলেছেন, ‘‘আগামী ৪ মে থেকে সাত দিন পুরুলিয়াতে এসে মাঠে ময়দানে প্রচারে ঝড় তুলব। দেখব কার কত শক্তি আছে এই পুরুলিয়ায়।’’ দলের একটি সূত্রের খবর, ৫ মে থেকে জেলার বাঘমুণ্ডি, কাশীপুর, মানবাজার, আড়শা ও চেলিয়ামাতে সভা করার কথা অভিষেকের। ১০ মে প্রচারের শেষ দিনে পুরুলিয়া শহর ও ঝালদায় তিনি রোড শো করতে পারেন।

পঞ্চায়েত নির্বাচনে পুরুলিয়ায় বামেদের সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি। শুধু তাই নয়, পুরুলিয়া লোকসভা কেন্দ্রে পঞ্চায়েতের প্রাপ্ত ভোটের নিরিখে ২৮ শতাংশ ভোট বাড়িয়েছে বিজেপি। গত লোকসভা নির্বাচনে সেখানে বিজেপির ভোট ছিল আট শতাংশের কাছাকাছি। পঞ্চায়েতে সেই ভোট দাঁড়িয়েছে ৩৬ শতাংশ।

জেলা রাজনীতির ওঠাপড়ার নিয়মিত পর্যবেক্ষকদের একাংশের মতে, বেশ কিছু পঞ্চায়েতে বামফ্রন্ট ও কংগ্রেসের নিচু তলার ভোট গিয়েছে বিজেপির ঝুলিতে। বিজেপি নেতৃত্বের দাবি, লোকসভা ভোটেও সেই ধারা থাকবে। যদিও তৃণমূল নেতৃত্বের পাল্টা দাবি, যাঁরা বিজেপিতে গিয়েছিলেন, তাঁরাও অনেকেই ফিরে এসেছেন।

তাহলে অভিষেকের মতো প্রথমসারির নেতাকে কেন পুরুলিয়া এসে পড়ে থাকতে হবে? জেলা তৃণমূল সভাপতি তথা মন্ত্রী শান্তিরাম মাহাতো দাবি করেন, ‘‘পুরুলিয়ার অনেকখানি এলাকা ঝাড়খণ্ড লাগোয়া। নির্বাচনে ওই রাজ্য থেকে দুষ্কৃতীদের এনে বিরোধীরা অশান্তি করতে পারে। তাই আমাদের নেতা কর্মীদের সজাগ রাখতেই যুব সভাপতি শেষ লগ্নের প্রচারে আসবেন।” তবে বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তীর কটাক্ষ, ‘‘ঠেলায় পড়ে পুরুলিয়ায় বারবার আসতে হচ্ছে তৃণমূলের শীর্ষ নেতাদের। তবে যেই আসুন পুরুলিয়ার মানুষ এ বার বিজেপি প্রার্থীকে জেতাতে জেদ নিয়ে বসে আছেন। তাঁদের কেউ টলাতে পারবেন না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE