Advertisement
E-Paper

ফের বোমাবাজি সোঁতশালে

এক নাবালকের মৃত্যুকে ঘিরে পুরনো বিবাদে রবিবার মহম্মদবাজারের সোঁতশালে ফের বোমাবাজি হল। মোরগ্রাম-রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের সোতসাল বাসস্টপ এলাকায় সকাল সাড়ে ন’টা নাগাদ ওই বোমাবাজির জেরে জাতীয় সড়কে যান চলাচল থমকে যায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৬ ০০:১৯
ঘটনায় জখম এক যুবক। সিউড়ি হাসপাতালে তোলা নিজস্ব চিত্র।

ঘটনায় জখম এক যুবক। সিউড়ি হাসপাতালে তোলা নিজস্ব চিত্র।

এক নাবালকের মৃত্যুকে ঘিরে পুরনো বিবাদে রবিবার মহম্মদবাজারের সোঁতশালে ফের বোমাবাজি হল। মোরগ্রাম-রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের সোতসাল বাসস্টপ এলাকায় সকাল সাড়ে ন’টা নাগাদ ওই বোমাবাজির জেরে জাতীয় সড়কে যান চলাচল থমকে যায়।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, বছর দেড়েক আগে এলাকার এক নাবালক খুনের প্রতিবাদ করে দল। তারপর থেকেই মূল অভিযুক্ত ইকবাল শেখ ওরফে টিসনের দলবল সন্ত্রাসের আবহ তৈরি করতে এমনটা করে চলেছে। অভিযুক্তপক্ষের দাবি, স্থানীয় তৃণমূল নেতা আব্বাস শেখের সম্পর্কিত ভাই শ্রমিক সংগঠনের কোটি কোটি টাকা নয়ছয় করেছে। টাকার হিসাব চাইলে নেতার ভাই-ই বোমাবাজি করে। এ দিনের বোমাবাজিতে উভয়পক্ষের বেশ কয়েক জন কমবেশি আহত হয়েছেন।

বোমাবাজির খবর পেতেই মহম্মদবাজার থানার ওসি নীলোৎপল মিশ্র পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। কিছু সময়ের মধ্যেই সিউড়ি সদর সিআই সোমনাথ দে র‌্যাফ নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। পুলিশের তাড়া খেয়ে বিবাদমান দু’গোষ্ঠীর লোকজন পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, কোনও পক্ষই রাত পর্যন্ত অভিযোগ দায়ের করেনি। শান্তিশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি টহল চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বছর দেড়েক আগে সোঁতশাল গ্রামের সপ্তম শ্রেণির ছাত্র মহম্মদ ইসমাইল ওরফে নয়ন নামে এক নাবালক খুন হয়। ওই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে ইকবাল শেখ ওরফে টিসনের নাম উঠে আসে। সে এখনও ফেরার। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে অবরোধ, অবরোধ করার অভিযোগে হামলা-সহ নানা ঘটনা ঘটেছে। তৃণমূলের স্থানীয় নেতা তথা পঞ্চায়েত সমিতির সদস্যা আরজিনা বিবির স্বামী শেখ আব্বাসের দাবি, ‘‘মিছিল করার অপরাধে নয়নের বাবা আসাতুল্লা শেখের উপরে কিছু দিন আগে হামলা চালায় মূল অভিযুক্ত টিসন শেখের দলবল।’’

এ দিনের ঘটনা প্রসঙ্গে আব্বাস শেখের দাবি, ‘‘টিসনের আশ্রিত কংগ্রেস ও সিপিএমের কিছু দুষ্কৃতী সকাল সাড়ে ৯টা নাগাদ আমাদের কয়েকজন সমর্থকের বাড়িতে চড়াও হয়ে বোমা মারে। জাতীয় সড়কের উপরেও বোমাবাজি করে। বোমায় মৃণাল শেখ নামে এক জন গুরুতর জখম হন।’’ মৃণাল সিউড়ি সদর হাসপাতালে ভর্তি। পাথরের ব্যবসায়ী নুরুল শেখও আহত হয়েছেন।

টিসনের ভাই কাজল শেখ বলছেন, ‘‘আমরা বোমাবাজি করতে যাব কেন? আসলে পাঁচামি সোতসাল পাথর শ্রমিক ইউনিয়নের প্রায় চার কোটি টাকা আছে সংস্থার সম্পাদকের হাতে। ওই টাকা শ্রমিকদের। সেই টাকার হিসাব চাওয়ায় এবং এলাকায় টিএমসি-র দলীয় কার্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়াতেই আব্বাসের লোকজন বোমাবাজি করছে।’’

Mohammad Bazar Accidental Death Mass Violence Death of a Minor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy