আদিবাসীরা দয়া চায় না। তারা তাদের প্রাপ্য অধিকার চাইছে।— বাঁকুড়া রাইপুরের প্রাক্তন বিধায়ক তথা আদিবাসী নেত্রী দেবলীনা হেমব্রম এ ভাবেই ক্ষোভ জানালেন আদিবাসী অধিকার রক্ষা মঞ্চের প্রথম রাজ্য সম্মেলন। পুরুলিয়ার জঙ্গলমহলের অন্যতম ব্লক আড়শার কাঁটাডিতে সিপিএম প্রভাবিত এই সংগঠনের সম্মেলন শুরু হয়েছে শনিবার। চলবে রবিবার পর্যন্ত। এ দিন ছিল সম্মেলনের প্রকাশ্য অধিবেশন।
কাঁটাডির ফুটবল মাঠের প্রকাশ্য সভাতে ভালোই জমায়েত হয়েছিল। সম্মেলনের উদোধন করেছেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ঝাড়খন্ডের রাজেন্দ্র সিংমুড়া। ছিলেন ত্রিপুরার সিপিএম সাংসদ তথা সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য জিতেন চৌধুরী। রাজ্য সম্পাদক পুলিনবিহারী বাস্কে। রাজ্য সরকারের আদিবাসী উন্নয়ন দফতরের প্রাক্তন মন্ত্রী উপেন কিস্কু। বিকালের দিকে সম্মেলনে যোগ দিতে কাঁটাডি পৌঁছান বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।
সিপিএম প্রভাবিত আদাবাসীদের এই সংগঠনটি রাজ্যে পালাবদলের পর থেকেই আদিবাসীদের উন্নয়ন ও তাদের অধিকার রক্ষায় আন্দোলনে নেমেছে। সংগঠনের অভিযোগ, রাজ্য বা কেন্দ্র সরকার মুখে আদিবাসীদের উন্নয়নের কথা বললেও বাস্তবে উন্নয়ন করছে না। এ দিন সম্মেলনের প্রকাশ্য অধিবেশনে স্বভাবতই রাজ্য সরকারে ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন বক্তারা। ঘটনা হল, মুখ্যমন্ত্রী হওয়ার পরেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের উন্নয়নে সচেষ্ট হয়েছেন বলে দাবি শাসকদলের। সেই দাবিকে নসাৎ করেন মঞ্চের নেতারা। দেবলীনাদেবীর অভিযোগ, ‘‘রাজ্য সরকার মুখে আদিবাসীদের উন্নয়নের কথা বলছেন, কিন্তু বাস্তবে আদিবাসীদের ভাতা বন্ধ, হস্টেল বন্ধ হয়ে যাচ্ছে।’’ সম্প্রতি রাজ্য বাজেটের প্রসঙ্গ তুলে প্রাক্তন এই বাম বিধায়কের দাবি, বামফ্রন্ট সরকার বাজেটে আদিবাসী উন্নয়নে যত বরাদ্দ করতেন বর্তমান তৃণমূলের সরকার বাজেটে আদিবাসী উন্নয়ন দফতরের বাজেট অনেক কম করেছে।
উল্লেখ্য, আজ রবিবার কাঁটাডি হাইস্কুল হবে প্রতিনিধি অধিবেশন।