Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Chest

Siuri: ভাঙা বাড়ির দেওয়ালে গাঁথা সিন্দুক! ভিতরে কি ‘গুপ্তধন’, জানতে চাঞ্চল্য সিউড়িতে

সিন্দুকটির ওজন ২ কুইন্টালের আশপাশে। দৈর্ঘে আনুমানিক তিন থেকে চার ফুট। পুলিশকে সিন্দুকটির বিষয়ে জানানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

সিউড়ির এই বাড়িটিই ভাঙার কাজ চলছিল।

সিউড়ির এই বাড়িটিই ভাঙার কাজ চলছিল। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
সিউড়ি শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২১ ১৭:৫৪
Share: Save:

একটি পুরনো সিন্দুক ঘিরে ক্রমশই রহস্য বাড়ছে সিউড়িতে। সিন্দুকটি উদ্ধার হয়েছে একটি অত্যন্ত পুরনো এবং জরাজীর্ণ বাড়ির ভিতর থেকে। বাড়িটি ভাঙার সময় ঠিকা শ্রমিকরা দেওয়ালে গাঁথা অবস্থায় সিন্দুকটি দেখতে পান। তবে ওজনে অত্যন্ত ভারি হওয়ায় সিন্দুকটিকে সরানো যায়নি। এমনকি সিন্দুকটি খোলার জন্য কোনও চাবিও পাওয়া যায়নি। ফলে পুরনো সিন্দুকটির ভিতর কী আছে, বা আদপেই কিছু আছে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে এলাকায়।

সিন্দুকটির ওজন ২ কুইন্টালের আশপাশে। দৈর্ঘ্যে আনুমানিক তিন থেকে চার ফুট। যে বাড়িটির ভিতর থেকে সিন্দুকটি উদ্ধার করা হয়েছে, তার মালিক শুক্রবার পুলিশকে বিষয়টি জানিয়েছেন। পুলিশ সিন্দুকটি ভেঙে দেখবে ভিতরে কী আছে।

এর আগে বাড়ির মালিক জানিয়েছিলেন, সিন্দুকটির ভিতর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র আগেই বের করে নেওয়া হয়েছে। তবে পরে স্থানীয় বাসিন্দাদের কৌতূহল নিরসনেই তিনি পুলিশকে খবর দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Chest Safe siuri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE