পুলিশের সহযোগিতায় সদ্যোজাত এক শিশুপুত্রকে উদ্ধার করল জেলা চাইল্ডলাইন। বৃহস্পতিবার বিকালে দুবরাজপুরের পুর এলাকার একটি পরিবার থেকে শিশুটি উদ্ধার হয়। বর্তমানে জেলা শুশু কল্যাণ দফতরের নির্দেশে সিউড়ির একটি হোমে শিশুটি রয়েছে। পুলিশ ও সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার এক মহিলা শিশুটির জন্ম দেন। কিন্তু পরিবার ও লোক লজ্জার ভয়ে শিশুটিকে তিনি পরিবারে ফিরিয়ে নিয়ে যেতে রাজি ছিলেন না। বুধবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে পাছে শিশুটিকে কোথাও ফেলে দেন সেটা আন্দাজ করে, একটি মাতৃযানের চালক শিশুটিকে তাঁর মায়ের কাছ থেকে চেয়ে নেন। এবং ১১ নম্বর ওয়ার্ডে পরিচিত এক নিঃসন্তান দম্পতির কাছে তুলে দেন। ওই দম্পতি— শরিফা বিবি ও শেখ মেহেররা শিশুটিকে হাতে পেয়ে আনন্দিত হয়েছিলেন। তখনও তাঁরা জানতেন না এভাবে শিশু কাছে রাখা যায় না। খবর পৌঁছাতেই শিশুটি উদ্ধার হয় বলে জানিয়েছে চাইল্ডলাইন।