Advertisement
১৪ অক্টোবর ২০২৪

লাভপুরেও পঞ্চায়েতে নতুন মুখ তৃণমূলের

দলীয় সূত্রে খবর, বিদায়ী সহ-সভাপতি শোভন চৌধুরীকে বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও, সভাপতি হিসেবে নতুন মুখ সাবিয়া খাতুনের নাম প্রায় চূড়ান্ত করেছেন ব্লক নেতৃত্ব। সাবিয়া খাতুন আব্দুল মান্নানের পূত্রবধূ। দলীয় নেতাদের একাংশের বক্তব্য, পুত্রবধূকে সভাপতি করার জন্যই দলের অনেককে বঞ্চিত করে নব্য তৃণমূলীদের টিকিট দেওয়া হয়েছিল।

নিজস্ব সংবাদদাতা
লাভপুর শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৮ ০৭:০০
Share: Save:

নানুরের পরে লাভপুর।

পঞ্চায়েতের প্রধান পদে সেখানেও নতুন মুখ আনতে চলেছে তৃণমূল।

নানুরে ১১টি পঞ্চায়েতের মধ্যে আটটিতেই প্রধান পদে নতুনদের বসার সম্ভাবনা রয়েছে। দলীয় সূত্রে খবর, লাভপুরেও ১১টি পঞ্চায়েতের মধ্যে দু’টি পঞ্চায়েতে পুরনো প্রধানদের বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দু’টি পঞ্চায়েত হল— দাঁড়কা ও লাভপুর ২। দুই পঞ্চায়েতের প্রধান রয়েছেন যথাক্রমে রেনুকা দলুই এবং শ্রাবণী দাস।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, লাভপুর ১ পঞ্চায়েতে বীথিরেখা বন্দ্যোপাধ্যায়, চৌহাট্টা-মহোদরী ১ পঞ্চায়েতে কৃষ্ণ হেমব্রম, চৌহাট্টা-মহোদরী ২ পঞ্চায়েতে মমতা বাগদি, হাতিয়া পঞ্চায়েতে শিউলি দাস, ইন্দাস পঞ্চায়েতে তারাপদ দাস, ঠিবা পঞ্চায়েতে মিঠুন কাজী, জামনা পঞ্চায়েতে টিঙ্কু বাগদি, কুরুন্নাহার পঞ্চায়েতে আঙুর শেখ এবং বিপ্রটিকুরী পঞ্চায়েতে জাহাঙ্গির হোসেনের নাম প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে।

যে দু’টি পঞ্চায়েতের প্রধান অপরিবর্তিত থাকতে পারেন, তার মধ্যে অন্যতম দাঁড়কা। ওই পঞ্চায়েত বিধায়ক মনিরুল ইসলামের এলাকা। তিনি নিজেও দীর্ঘদিন ওই পঞ্চায়েতে ফব-র উপপ্রধান ছিলেন। পরে দলবদল করে তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হন। মনিরুল ইসলামের হাত ধরে তৃণমূল ঢোকেন তাঁরই ‘রাজনৈতিক গুরু’ হিসেবে পরিচিত ফব-র রাজ্য সম্পাদকমণ্ডলীর প্রাক্তন সদস্য আব্দুল মানান। স্থানীয় সূত্রে খবর, পরে দু’জনের সম্পর্কে ফাটল দেখা দেয়। মনিরুলকে এড়িয়ে পঞ্চায়েত পরিচালনা করায় ‘সমস্যা’ হতে পারে, সে দিকে তাকিয়ে দাঁড়কা পঞ্চায়েতে প্রধান পরিবর্তন না করার সিদ্ধান্ত হয়েছে। এ নিয়ে রেনুকা দলুই কোনও মন্তব্য করতে চাননি। আব্দুল মান্নান বলেন, ‘‘নির্বাচিত জনপ্রতিনিধিদের তালিকা জেলা নেতৃত্বের কাছে পাঠিয়ে দিয়েছি। কাকে দায়িত্ব দেওয়া হবে তা তাঁরাই ঠিক করবেন।’’ ফোন ধরেননি মনিরুল। জবাব দেননি এসএমএসের।

দলীয় সূত্রে খবর, বিদায়ী সহ-সভাপতি শোভন চৌধুরীকে বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও, সভাপতি হিসেবে নতুন মুখ সাবিয়া খাতুনের নাম প্রায় চূড়ান্ত করেছেন ব্লক নেতৃত্ব। সাবিয়া খাতুন আব্দুল মান্নানের পূত্রবধূ। দলীয় নেতাদের একাংশের বক্তব্য, পুত্রবধূকে সভাপতি করার জন্যই দলের অনেককে বঞ্চিত করে নব্য তৃণমূলীদের টিকিট দেওয়া হয়েছিল। সাবিয়া খাতুন কোনও মন্তব্য করতে চাননি। আব্দুল মানানের কথায়, ‘‘টিকিট দেওয়া, পদাধিকারী মনোনয়ন জেলা নেতৃত্বের এক্তিয়ারভুক্ত।’’ ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী জানান, প্রধানদের নাম নির্ধারণ করে জেলা নেতৃত্বের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে তাঁদের নাম সংবাদমাধ্যমে বলা যাবে না।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE