Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মনোনয়ন জমা

মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব শুরু হল। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিল করলেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
সিউড়ি শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৬ ০২:০৮
Share: Save:

মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব শুরু হল। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিল করলেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায়। সিউড়ি প্রশাসনিক ভবনে চারতলায় তাঁর মনোনয়নপত্র জমা নেন বিধানসভার রিটার্নিং অফিসার তথা মহকুমাশাসক (সিউড়ি সদর) অরুন্ধতী ভৌমিক। মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য দুপুর ১২টা নাগাদ সিউড়িতে বিজেপি-র দলীয় কার্যালয় থেকে একটি মিছিল করে প্রশাসনিক ভবনে আসেন দলের নেতা-কর্মীরা। প্রশাসনিক ভবনের চত্বরের বাইরেই থমকে যায় মিছিল। মুষ্টিমেয় নেতা কর্মী, প্রস্তাবক এবং প্রার্থী জয় উপরে এসে মনোনয়পত্র জমা দিয়ে বলেন, ‘‘মনোনয়ন জমা করলাম। খতিয়ে দেখার পরে আগামী ৩০ মার্চ জানতে পারব, গৃহীত হল কিনা।’’ তবে প্রতিদ্বন্দ্বিতায় ভাল ফলের আশা করছেন জয়, সেটা জানাতে ভোলেননি। মনোনয়পত্র দাখিল করতে এসে ওই বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অশোক চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়ে যায় জয়ের। দু’জনে একে অপরের সঙ্গে করমর্দনও করেন। অশোকবাবু এসেছিলেন মনোনয়নপত্র তুলতে। তবে সিউড়িতে শুধু জয় নন, ‘ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া’র পক্ষে আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তিও এ দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে রিটার্নিং অফিসার জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nomination file election
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE