এ বার ডক্টরাল গবেষণাও করা যাবে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে মোট এগারোটি বিষয়ের পঠনপাঠন হয়। তার মধ্যে বাংলা, ইংরেজি, সংস্কৃত, সমাজকর্ম, ইতিহাস, দর্শন, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, আইন ও অঙ্ক— এই দশটি বিষয়ে পিএইচডি কোর্স চালু হয়েছে। সাওতালি অ্যান্ড ট্রাইবাল স্টাজিস-এও আগামী বছর পিএইডি চালু করার চেষ্টা হচ্ছে বলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। উপাচার্য দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়কে ছাড়পত্র দেওয়া সময়ই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি আয়োগ পিএইচডি কোর্স চালু করার অনুমতি দিয়ে রেখেছিল। গত দু’ বছরে গবেষণার পরিকাঠামো তৈরি করে এই বছর কোর্স চালু হল। বছর দুয়েক আগে বাড়ি ভাড়া করে পথচলা শুরু করেছিল বাঁকুড়া বিশ্ববিদ্যালয়। জেলার পড়ুয়ারা হাতের নাগালে পেয়েছিলেন স্নাতকোত্তর স্তরের পড়াশোনার সুযোগ। তাঁদের সেই পড়াশোনা শেষ হতে না হতেই এ বার জেলার মধ্যেই হাতের মুঠোয় মিলে গেল গবেষণার সুযোগও। চলতি বছরে পিএইচডি-র ভর্তিও শুরু হয়ে গিয়েছে। আগস্ট থেকে কোর্স ওয়ার্কের ক্লাস শুরু হয়ে যাবে। উপাচার্য জানান, অস্ট্রেলিয়ার ওলংগং বিশ্ববিদ্যালয় এবং রোভিরা ভিরগিলি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাঁদের মউ স্বাক্ষরিত হয়েছে। বাঁকুড়ার জেলা সভাধিপতি তথা বিশ্ববিদ্যালয়ের অন্যতম জমিদাতা অরূপ চক্রবর্তী বলেন, “দেশবিদেশের সঙ্গে বাঁকুড়ার যোগাযোগ গড়ে তুলতেই মুখ্যমন্ত্রী জেলায় বিশ্ববিদ্যালয় গড়তে উদ্যোগী হয়েছিলেন। আমরা সেই লক্ষ্যেই এগোচ্ছি।”