Advertisement
১৮ মে ২০২৪

আজ প্রার্থী বাছবে সংসদ

নতুন উপাচার্য বাছাইয়ের জন্য সংসদ (কোর্ট) মনোনীত প্রার্থী বেছে নিতে আজ, মঙ্গলবার বৈঠকে বসছে বিশ্বভারতীর সংসদ। প্রসঙ্গত, বিশ্বভারতীর উপাচার্য বাছাইয়ের জন্য তিন সদস্যের একটি প্রতিনিধি দল গঠন করা হয়। সেই প্রতিনিধি দলে রাষ্ট্রপতি তথা বিশ্বভারতীর পরিদর্শক মনোনীত প্রার্থী হন উপাচার্য বাছাই কমিটির চেয়ারম্যান। বাকি দুই জন মনোনীত হন কর্মসমিতি এবং কোর্ট তথা সংসদ থেকে।

নিজস্ব সংবাদদাতা
শান্তিনিকেতন শেষ আপডেট: ৩১ মে ২০১৬ ০০:৩৯
Share: Save:

নতুন উপাচার্য বাছাইয়ের জন্য সংসদ (কোর্ট) মনোনীত প্রার্থী বেছে নিতে আজ, মঙ্গলবার বৈঠকে বসছে বিশ্বভারতীর সংসদ। প্রসঙ্গত, বিশ্বভারতীর উপাচার্য বাছাইয়ের জন্য তিন সদস্যের একটি প্রতিনিধি দল গঠন করা হয়। সেই প্রতিনিধি দলে রাষ্ট্রপতি তথা বিশ্বভারতীর পরিদর্শক মনোনীত প্রার্থী হন উপাচার্য বাছাই কমিটির চেয়ারম্যান। বাকি দুই জন মনোনীত হন কর্মসমিতি এবং কোর্ট তথা সংসদ থেকে। উপাচার্য বাছাইয়ের জন্য ইতিমধ্যেই বিশ্বভারতীর কর্মসমিতি মনোনীত প্রার্থী হয়েছেন দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক আশিস দত্ত। বাছাইয়ের পরে মঙ্গলবারই বিশ্বভারতীর কোর্ট তথা সংসদ মনোনীত প্রার্থীর নাম পাঠানো হবে। তার পরে বিশ্বভারতীর পরিদর্শক তথা রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তাঁর মনোনীত প্রার্থীর নাম জানাবেন। তিন জনের ওই কমিটিই রবীন্দ্র ঐতিহ্য বাহিত এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য বাছাই করবে। বিশ্বভারতীর অস্থায়ী উপাচার্য অধ্যাপক স্বপন দত্ত বলেন, “মঙ্গলবার বিশ্বভারতী কোর্ট মিটিং হচ্ছে। উপাচার্য বাছাইয়ের কমিটির জন্য ওই বৈঠক থেকে এক প্রতিনিধির নাম মনোনীত করা হবে।” আর্থিক দুর্নীতি ও নিয়োগে বেনিয়ম-সহ নানা অভিযোগে কয়েক মাস আগেই বরখাস্ত হয়েছেন আগের উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত। তার পর থেকেই এই বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্বে আছেন স্বপনবাবু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Visva Bharati Vice Chancellor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE