Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Nepal Mahato

কংগ্রেসের পঞ্চায়েত ভোট পরিচালনা কমিটির প্রধান হলেন নেপাল মাহাতো, ঘোষণা অধীরের

পুরুলিয়া জেলা কংগ্রেসের সভাপতি নেপাল মাহাতো দীর্ঘদিনের কর্মী। প্রাক্তন এই বিধায়ককে পঞ্চায়েত ভোট পরিচালনা কমিটির নেতৃত্বে রেখে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় প্রদেশ কংগ্রেস।

প্রদেশ কংগ্রেসের তরফে পঞ্চায়েত ভোট পরিচালনা কমিটির মাথায় নেপাল মাহাতো।

প্রদেশ কংগ্রেসের তরফে পঞ্চায়েত ভোট পরিচালনা কমিটির মাথায় নেপাল মাহাতো। — ফাইল ছবি।

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২২ ২১:৩৫
Share: Save:

আসন্ন পঞ্চায়েত ভোটের জন্য কমিটি তৈরি করল প্রদেশ কংগ্রেস। সেই কমিটির প্রধান হয়েছেন প্রাক্তন বিধায়ক তথা পুরুলিয়ার বর্ষীয়ান কংগ্রেস নেতা নেপাল মাহাতো। প্রদেশ সভাপতি অধীর চৌধুরী ঘোষণা করেছেন, আসন্ন পঞ্চায়েত ভোটে কংগ্রেসের হয়ে প্রার্থী বাছাই থেকে শুরু করে কৌশল রচনা, সবই করবে নেপালের নেতৃত্বাধীন এই কমিটি।

পুরুলিয়া কংগ্রেসের সভাপতি নেপাল মাহাতোকে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ঘোষণা করা হয়েছে। বিগত কয়েক মাসে পুরুলিয়ায় তপন কান্দু ইস্যুতে লড়াই থেকে শুরু করে ঝালদা পুরসভা দখল— নেপালকে সামনে রেখেই ঘুরে দাঁড়িয়েছে কংগ্রেস। এমনকি, নেপালের নেতৃত্বে পুরুলিয়ায় বিক্ষিপ্ত ভাবে অন্যান্য দল ছেড়ে কংগ্রেস দলে কিছু কর্মী সমর্থক যোগও দিয়েছেন। তার পরই রাজ্য স্তরের কমিটির সভাপতি করা হল তাঁকে। যদিও একে পুরস্কার বলতে রাজি নন পুরুলিয়া কংগ্রেসের সভাপতি। নেপাল বলেন, ‘‘আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি পালন করব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE