‘বিনা পয়সার বাজার’। সেখানে বিনামূল্যে মিলল জামাকাপড়। গত শনিবার এমনই বাজার বসেছিল বাঘমুণ্ডির মাঠা এলাকার আদিবাসী অধ্যুষিত লোয়াকুই গ্রামের একটি বেসরকারি স্কুলের মাঠে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রয়াত সাহিত্যিক তাপসকুমার লায়েকের স্মরণে বছরের বিভিন্ন সময়ে নানা রকমের কর্মসূচির আয়োজন করে থাকেন তাঁর সহপাঠীরা। তবে বিনা পয়সার বাজারের এমন উদ্যোগ প্রথম বলে জানান উদ্যোক্তারা।
কী রয়েছে এই বাজারে? উদ্যোক্তারা জানান, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পোশাক সংগ্রহ করে প্রত্যন্ত এলাকায় দুঃস্থ মানুষজনদের বিতরণের জন্য এই আয়োজন। পোশাক নিতে এ দিন খুদেদের পাশাপাশি ভিড় জমান বয়স্কেরাও। শাড়ি নিতে নিতে ষাটোর্ধ্ব রেবতী সোরেন বলেন, ‘‘ঘরের লোকেদের জন্যও পোশাক নিয়েছি। এক পয়সাও লাগেনি।’’