জঙ্গলে আগুন লাগানোর ঘটনা বন্ধের লক্ষে বৃহস্পতিবার থেকে মাইক প্রচার শুরু করেছেন বন দফতরের বাঘমুণ্ডি রেঞ্জের কর্মীরা। শুক্রবার সে প্রচারে সামিল হল পুলিশও।
বাঘমুণ্ডি থানার ওসি-সহ এ দিন পুলিশকর্মীরা অযোধ্যা পাহাড়ের গ্রামে গ্রামে ঘুরে জঙ্গলরক্ষার প্রয়োজনীয়তার কথা গ্রামবাসীকে বোঝান। জঙ্গলে অগ্নিকাণ্ডের ঘটনা ঠেকাতে বন দফতর এবং পুলিশ যৌথ ভাবে সচেতনতার প্রচার চালায়। বন দফতরের তরফে বলা হয়েছে, এই কাজে পুলিশ যুক্ত হওয়ায় জঙ্গলরক্ষার বিষয়টি আরও বেশি গুরুত্ব পাবে বলে তারা আশাবাদী।
বাঘমুণ্ডির রেঞ্জের আধিকারিক মনোজকুমার মল্ল জানান, জঙ্গলে আগুন লাগানোর ঘটনা রুখতে সব ধরনের চেষ্টা করা হচ্ছে।