Advertisement
০৭ মে ২০২৪

মাধ্যমিকে সফল

কেউ খুন, কেউবা ধর্ষণের মামলায় সাজাপ্রাপ্ত। সিউড়ি জেলা সংশোধনাগারের তেমন তিন জন বন্দি এ বার মাধ্যমিকে সফল হয়েছেন।

রবিবার সিউড়ি সংশোধনাগারে তোলা নিজস্ব চিত্র।

রবিবার সিউড়ি সংশোধনাগারে তোলা নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ১৬ মে ২০১৬ ০৩:০৩
Share: Save:

কেউ খুন, কেউবা ধর্ষণের মামলায় সাজাপ্রাপ্ত। সিউড়ি জেলা সংশোধনাগারের তেমন তিন জন বন্দি এ বার মাধ্যমিকে সফল হয়েছেন। রবিবার সকালে ওই তিন বন্দিকে সিউড়ি সংশোধনাগারে সংবর্ধনা দিল বেলুড়ের মধ্যবঙ্গ রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রসার পরিষদ। প্রত্যেকের হাতে বই, মিষ্টি, টিশার্ট তুলে দেওয়া হয়। সফল তিন জনের মধ্যে বৈদ্যনাথ ধীবর ৪৯৫, আমিনুর রহমান শেখ ৪৫৭ এবং সন্তোষ ধাওড়ে ৪৪০ পেয়েছেন। তাঁরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের পাঠকেন্দ্র চিনপাই উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক দিয়েছিলেন। খুনের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রথম এবং তৃতীয় জন। ধর্ষণের দায়ে দশ বছরের সাজা খাটছেন আমিনুর। নিজেদের সাফল্যের পরে এখানেই না থেমে আরও পড়াশোনো চালিয়ে যেতে চান বলে জানিয়েছেন সফল বন্দিরা। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেল সুপার অসিতবরণ নস্কর, জেলকল্যাণ আধিকারিক শুভজিৎ মুখোপাধ্যায়, পরিষদের তরফে ভাস্কর কয়ার এবং চিনপাই স্কুলের প্রধান শিক্ষক বিদ্যুৎ মজুমদার। বন্দিদের এই সাফল্যে খুশি তাঁরাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Madhyamik Cell prisoners Result
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE