বেসরকারি সংস্থার নিয়োগ করা নিরাপত্তারক্ষীদের পরিবর্তে ‘ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া’ (এফসিআই)-র গুদামে নিরাপত্তা দেবেন অবসরপ্রাপ্ত সেনাকর্মীরা। কয়েক বছর আগে এমন সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেই মতো কেন্দ্রের আওতাধীন সংস্থা, ‘ডিজিআর’-কে পুরুলিয়ার আদ্রায় থাকা এফসিআই গুদামের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে। তার জেরে, কাজ হারানোর আশঙ্কায় ৬৪ জন নিরাপত্তাকর্মী।
আদ্রার গুদামটি থেকে মূলত রেশনের খাদ্যশস্য বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। নিরাপত্তা সংক্রান্ত কাজের দায়িত্বে থাকা কর্মীরা সকলেই চুক্তিভিত্তিক। এফসিআই সূত্রের খবর, রাজ্যর বিভিন্ন গুদামে এ ভাবে বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষীরা কাজ করেন। কিন্তু বর্তমানে রাজ্যর ন’টি গুদামে বেসরকারি সংস্থার বদলে, কেন্দ্রের আওতাধীন সংস্থার মাধ্যমে নিরাপত্তজনিত কাজ করানোর নির্দেশ এসেছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে।
নির্দেশ আসার পরে, কাজ থেকে ছাঁটাই না করানোর দাবিতে আদ্রার গুদামের সামনে গত রবিবার থেকে অবস্থান শুরু করেছেন নিরাপত্তাকর্মীরা। তবে গুদামের নিরাপত্তা সংক্রান্ত কাজ বজায় রেখে শান্তিপূর্ণ ভাবে অবস্থান চলছে বলে দাবি তৃণমূলের শ্রমিক সংগঠনের সদস্য ওই নিরাপত্তাকর্মীদের। কর্মীদের মধ্যে ইন্দ্রনাথ ভৌমিক বলেন, ‘‘দীর্ঘ সময় ধরে আদ্রার এখানে কাজ করছি আমরা। হঠাৎ করে ছাঁটাই হলে এখন করোনা-পরিস্থিতিতে কোথায় আর কাজ পাব? সকলেই চাইছি, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে, আমাদের কাজ থেকে সরাক এফসিআই কর্তৃপক্ষ।”
তবে এ ক্ষেত্রে তাদের কিছু করণীয় নেই বলে দাবি এফসিআই কর্তৃপক্ষের। সূত্রের খবর, আদ্রা-সহ রাজ্যের ন’টি গুদামের নিরাপত্তার দায়িত্ব ইতিমধ্যে কেন্দ্র সরকারের আওতাধীন সংস্থাকে দেওয়া হয়েছে। নিরাপত্তাকর্মীদের নিয়োগ করা বেসরকারি সংস্থাগুলিকেও তা জানানো হয়েছে।
এফসিআই-এর এক পদস্থ কর্তা বলেন, ‘‘বেসরকারি নিরাপত্তারক্ষীরা আমাদের আওতায় কাজ করেন না। ফলে, তাঁদের জন্য় বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা আমাদের হাতে নেই।” এফসিআই-এর বাঁকুড়া জ়োনের সিকিউরিটি ম্যানেজার দেবাশিস কর বলেন, ‘‘আদ্রার গুদামের সমস্যা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”