কম্বল দেওয়া হবে শুনে সাত সকালে চলে এসেছিলেন দিলীপ গড়াই। ঝালদা থানা চত্বরে অনুষ্ঠানের মঞ্চ। সামনে সারি সারি চেয়ার পাতা। বিশেষ চাহিদা সম্পন্ন ওই প্রৌঢ় একটিতে বসেছিলেন। অন্যেরা কম্বল নিতে উঠলেও তাঁর মঞ্চ পর্যন্ত উঠতে অসুবিধা হচ্ছিল। চোখে পড়ায় নিজেই মঞ্চ থেকে কম্বল হাতে নেমে পড়েন পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভামুরুগান।
পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে, ঝালদা থানার পরিচালনায় বুধবার থানা চত্বরে রক্তদান শিবির ও কম্বল বিতরণের কর্মসূচি হয়েছে। দিলীপবাবু তো বটেই, বয়সের ভারেও যাঁরা মঞ্চে উঠতে সমস্যায় পড়েছিলেন, দর্শকাসনে বসেই পুলিশ সুপারের হাত থেকে কম্বল পেয়েছেন তাঁরা।
সন্ধ্যায় দিলীপবাবু ফোনে বলেন, ‘‘আমি চেষ্টা করছিলাম মঞ্চে ওঠার। এক জন মঞ্চ থেকেই আমাকে মানা করলেন। তখন আর গেলাম না। পরে উনি নিজে নেমে এলেন। পুলিশের উর্দি ছিল না। পরে শুনলাম, উনিই বড় সাহেব।’’