Advertisement
০৯ মে ২০২৪

বিষ্ণুপুরে রোবোটিক্স পরীক্ষাগার

ছাত্রছাত্রীদের মধ্যে নতুন কিছু করে দেখানোর তাগিদকে উৎসাহিত করতে একটি আধুনিক মানের গবেষনাগারের উদ্বোধন হল বিষ্ণুপুরের সরকারি কৃষ্ণগোপাল পলিটেকনিক কলেজে।

নিজস্ব সংবাদদাতা
বিষ্ণুপুর শেষ আপডেট: ১২ মে ২০১৭ ১৩:৩৫
Share: Save:

ছাত্রছাত্রীদের মধ্যে নতুন কিছু করে দেখানোর তাগিদকে উৎসাহিত করতে একটি আধুনিক মানের গবেষনাগারের উদ্বোধন হল বিষ্ণুপুরের সরকারি কৃষ্ণগোপাল পলিটেকনিক কলেজে।

পশ্চিমবঙ্গের কারিগরি শিক্ষা দফতরের পাঁচ লক্ষ টাকা আর্থিক সহায়তায় এবং ১৩টি রোবট নিয়ে এই গবেষনাগারের পথ চলা শুরু হল বৃহস্পতিবার। বিষ্ণুপুর কে জি পলিটেকনিকের অধ্যক্ষ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, অধ্যাপক সোমনাথ রাহা, দিলীপ গঙ্গোপাধ্যায়, তন্ময় ঘোষ, রাজকুমার দত্ত এক বছর ধরে আইআইটি মুম্বইয়ের দেওয়া কিছু রোবট নিয়ে গবেষণা করে চলেছেন। তারই ফলস্বরূপ এই গবেষণাগার।

এ দিন এই প্রোজেক্টের মূল আধিকারিক আইআইটি মুম্বইয়ের প্রফেসর কাভি আরিয়া ভিডিও কনফারেন্সে এ রাজ্যের বিষ্ণপুর কে জি পলিটেক কলেজ এবং হলদিয়াতে মেঘনাথ সাহা সরকারি পলিটেকনিক কলেজে রোবটিক্স ল্যাবরেটরির সূচনা করলেন। সোমনাথ রাহা বলেন, ‘‘আমরা যে ১৩টি রোবট পেয়েছি এগুলি প্রশিক্ষণের জন্যই তৈরি। নির্দিষ্ট প্রযুক্তির মাধ্যমে আমরা রোবটগুলিকে প্রয়োজন মতো কাজ করাতে পারব।’’

বিষ্ণুপুর কে জি পলিটেকনিক কলেজের অধ্যক্ষ বলেন, ‘‘সিলেবাসের বাইরে নতুন কিছু করার ভাবনা নিয়ে আমরা কলেজের মেক্যানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন এবং কম্পিউটার বিভাগের অধ্যাপকদের নিয়ে দল তৈরি করে গবেষণা চালাচ্ছি। তাঁরা প্রত্যেক বিভাগ থেকে একজন করে ছাত্রছাত্রী নিয়ে মোট চার জনের ১০টি গ্রুপ তৈরি করবে। তাঁরা নিয়মিত পড়াশোনার বাইরে এখানে গবেষণামূলক পড়াশোনা করবে। সেই ছাত্রছাত্রী বাছাইয়ের কাজও ইতিমধ্যে কলেজে শুরু হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE