Advertisement
০৪ অক্টোবর ২০২৪
Kankalitala

দশাশ্বমেধ, বাবুঘাটের পর বীরভূমের কঙ্কালীতলা, শুরু হল সন্ধ্যারতি, প্রথম দিনেই মানুষের ঢল

কোপাই নদীর উত্তর দিকে এই আরতির আয়োজন করা হয়েছিল। প্রতি দিন সন্ধ্যায় চলবে আরতি। পাঁচ জন পুরোহিত মিলে সন্ধ্যারতী শুরু করেন। তা দেখতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ।

চলছে সন্ধ্যারতি।

চলছে সন্ধ্যারতি। — নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৩ ২২:৩০
Share: Save:

সতীর ৫১ পীঠের মধ্যে বীরভূম জেলায় রয়েছে ৫টি পীঠ। তার মধ্যে অন্যতম কঙ্কালীতলা। শুক্রবার থেকে সেখানেই শুরু হল বেনারসের আদলে সন্ধ্যারতী। কোপাই নদীর উত্তর দিকে এই আরতির আয়োজন করা হয়েছিল। প্রতি দিন সন্ধ্যায় চলবে আরতি। পাঁচ জন পুরোহিত মিলে সন্ধ্যারতী শুরু করেন। তা দেখতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ।

কঙ্কালিতলা মন্দিরের গর্ভগৃহের পাশেই রয়েছে একটি কুণ্ড। কথিত আছে, সেই কুণ্ড সরাসরি কাশীর মণিকর্ণিকা ঘাটের সঙ্গে যুক্ত। বারাণসীর দশাশ্বমেধ ঘাটের পর কলকাতার বাবুঘাটে এই সন্ধ্যা আরতি বা গঙ্গা আরতির আয়োজন করা হয়েছিল। এর পর বীরভূমের কঙ্কালীতলায় শুক্রবার থেকে শুরু হল সন্ধ্যারতি। তাতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ-সহ নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি প্রমুখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

varanasi Babughat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE