নাবালিকা ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে মোট ৭ জনকে গ্রেফতার করল পুরুলিয়া সদর থানার পুলিশ।
গত শুক্রবার রাতে নাবালিকাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেন তার বাবা। মেয়েটির খোঁজ করতে গিয়ে ওই রাতেই তাকে উদ্ধার করে পুলিশ। কিন্তু গণধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনাক্রমে নাবালিকার বয়ানের ভিত্তিতে পকসো আইনে মামলা রুজু করে পুলিশ। শনিবার মোট সাত জনকে গ্রেফতার করা হয়েছিল। রবিবার ধৃতদের মধ্যে ছ’জনকে পুরুলিয়া জেলা আদালতে হাজির করানো হয়।
পুলিশ সূত্রে খবর, অভিযোগকারী জানিয়েছিলেন, তাঁর মেয়ে এক বন্ধুর সঙ্গে বিকেলে বেড়াতে বেরিয়েছিল। আর বাড়ি ফেরেনি। অপহরণের অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে পুরুলিয়া সদর থানার পুলিশ। ঘণ্টা দুয়েকের মধ্যেই পুরুলিয়া শহরের একটি নির্জন স্থান থেকে ওই নাবালিকাকে উদ্ধার করা হয়। তার চিকিৎসা করানো হয়। পরে জিজ্ঞাসাবাদের মুখে ওই নাবালিকা পুলিশকে জানায় যে, গণধর্ষণের শিকার!
আরও পড়ুন:
এর পর ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দিতেও একই দাবি করেছে ছাত্রী। ফলে অপহরণের পাশাপাশি গণধর্ষণ এবং পকসো ধারা যুক্ত করে পুলিশ। ধৃত সাত জনের একজন বাদে বাকিরা পুরুলিয়া শহরের কেতিকা এলাকার বাসিন্দা। ধৃতদের এক জন শারীরিক ভাবে অসুস্থ থাকায় তাঁকে বাদ দিয়ে অপর ছ’জন আদালতে হাজির করানো হয়েছে। পুরুলিয়া জেলার পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেন, ‘‘অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে পুলিশ অল্প সময়ের মধ্যে নির্যাতিতাকে উদ্ধার করতে সফল হয়। পরে নির্যাতিতার বয়ানের ভিত্তিতে অপহরণের পাশাপাশি গণধর্ষণ ও পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় আরও কেউ যুক্ত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’’