প্রহৃত দুই প্রৌঢ়াকে বৃদ্ধাবাসে রেখেও স্বস্তি মিলছে না। সমস্যা সেই কুসংস্কারকে ঘিরেই।
বুধবার ওই বৃদ্ধাবাস লাগোয়া গ্রামবাসী সেখানে গিয়ে পুলিশের সামনেই বিক্ষোভ দেখিয়ে প্রৌঢ়াদের সরিয়ে নিয়ে যাওয়ার দাবি তুলেছিলেন। বৃহস্পতিবারও পরিস্থিতি বদলায়নি। পুলিশ তুলে নেওয়ার পরে এ দিন আবার বৃদ্ধাবাসের কাছে গিয়ে এক ওঝাকে মন্ত্র আওরাতে দেখা যায়। বৃদ্ধাবাস কর্তৃপক্ষ অবশ্য তাঁকে তাড়িয়ে দেন। পরিস্থিতি বুঝে এ বার ওই প্রৌঢ়াদের অন্যত্র সরিয়ে দেওয়ার চিন্তাভাবনা করছে প্রশাসন। কিন্তু আদ্রার গোঁসাইডাঙায় প্রৌঢ়াদের যেখানে বাড়ি, সেখানে কেন পুলিশ ও প্রশাসন মানুষজনের মন থেকে কুসংসংস্কার দূর করতে বোঝাতে যাচ্ছেন না, তা নিয়ে প্রশ্ন উঠেছে?
জেলা প্রশাসনের এক কর্তা বলেন, ‘‘কুসংস্কার মুক্ত করার জন্য ওই গ্রামে অবশ্যই সচেতনতার শিবির হবে। কিন্তু এখনও ওই গ্রামের পরিস্থিতি স্বাভাবিক হয়নি। ক’টা দিন যাক, তারপরে বোঝানো শুরু হবে।’’