Advertisement
১৬ জুন ২০২৪
আজ ২৫শে বৈশাখ

গানে, নাচে পালিত হবে রবীন্দ্র জয়ন্তী

আজ ২৫শে বৈশাখ। আশ্রমের রীতি মেনে, ভোরে বৈতালিক এবং উত্তরায়নের উদয়ন-গৃহে সকালে কবিকণ্ঠের গান-কবিতার মধ্য দিয়ে শুরু হচ্ছে রবীন্দ্রনাথের জন্মদিনের অনুষ্ঠান।

নিজস্ব সংবাদদাতা
শান্তিনিকেতন ও সিউড়ি শেষ আপডেট: ০৯ মে ২০১৭ ০২:০৯
Share: Save:

আজ ২৫শে বৈশাখ।

আশ্রমের রীতি মেনে, ভোরে বৈতালিক এবং উত্তরায়নের উদয়ন-গৃহে সকালে কবিকণ্ঠের গান-কবিতার মধ্য দিয়ে শুরু হচ্ছে রবীন্দ্রনাথের জন্মদিনের অনুষ্ঠান। উপাসনা গৃহে ব্রহ্ম উপাসনার পরে জন্মোৎসবের অনুষ্ঠান রয়েছে আম্রকুঞ্জ লাগোয়া মাধবী বিতানে। সকাল সাড়ে দশটায় রবীন্দ্রভবনে চাকমা ভাষায় ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের অনুবাদ প্রকাশিত হচ্ছে। এ ছাড়াও একাধিক গ্রন্থ প্রকাশের অনুষ্ঠান রয়েছে। সন্ধ্যায় গৌরপ্রাঙ্গণে রয়েছে পাঠভবনের পড়ুয়াদের অভিনয়ে রবীন্দ্রনাথের শাপমোচন। এ বারের রবীন্দ্র জন্মোৎসবে প্রধান অতিথি হিসেবে থাকছেন চিত্রকর তথা সাংসদ যোগেন চৌধুরী, অধ্যাপিকা আলপনা রায়।

বিশ্বভারতী পত্রিকা, রবীন্দ্রনাথের পাঁচটি আলোকচিত্রের প্রিন্ট প্রকাশিত হবে এ দিন। প্রকাশিত হচ্ছে জাপান সফরের একশো বছর উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক আলোচনায় যোগ দেওয়া ‘বিশিষ্টদের চোখে রবীন্দ্রনাথ’ সহ একাধিক গ্রন্থ। বোলপুর হাইস্কুলের উদ্যোগে মহকুমা তথ্য সংস্কৃতি দফতরের সহযোগিতায় রবীন্দ্র জন্মোৎসব উদ্‌যাপিত হবে।

জেলাসদর সিউড়িতেও দিনভর নানা অনুষ্ঠান রয়েছে। শহরের সিধো-কানহো মঞ্চে সরকারি ভাবে কবির জন্মদিন পালন করবে জেলা তথ্য ও সংস্কৃতি দফতর। গ্রন্থাগারেই রবীন্দ্রজয়ন্তী পালন করবেন বিবেকানন্দ গ্রন্থাগার কর্তৃপক্ষ। শহরের নানা প্রান্তে রয়েছে আরও অনুষ্ঠান। কবির জন্মজয়ন্তী পালন করলেও মন খারাপ সিউড়ির অধিকাংশ সংস্কৃতিমনস্ক মানুষের। কারণ গত ছ’বছর ধরে সংস্কারের অভাবে বন্ধ শহরের একমাত্র সাংস্কৃতির মঞ্চ রবীন্দ্রসদন। কেন প্রশাসন এতটা সময় লাগাচ্ছে তার সদুত্তর না পেয়ে প্রতিবাদ মঞ্চ গড়েন শহরের সাংস্কৃতিক কর্মীরা।

রবীন্দ্রসদন বন্ধ থাকার প্রতিবাদে গত কয়েক বছর কবির জন্মদিন পালনের মূল অনুষ্ঠানটাই তাঁরা করতেন রবীন্দ্রসদনের বাইরে। এত বছরেও পরিস্থিতি না বদলানোয় খানিকটা অভিমানী তাঁরা। ঠিক করেছেন, এ বার আর রবীন্দ্রসদনের বাইরে নয়, মিলিত ভাবে পদযাত্রা করবেন। পা মেলাবেন সাংস্কৃতিক সংগঠন, নাট্যগোষ্ঠী এবং সাংস্কৃতিক কর্মীরা। সিউড়ি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে আর টি গার্লস স্কুলের সামনে এসে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করে ফের সচল হবে র‌্যালি। শহরের দু’তিনটি জায়গায় থেমে রবীন্দ্র-নৃত্য, আবৃত্তি, গান পরিবেশন করবেন তাঁরা। উঠবে ব়বীন্দ্রসদন এখনও খুলে না দেওয়ার প্রসঙ্গও। এমনটাই জানাচ্ছেন, দেবাশিস দত্ত, মুকুল সিদ্দিকি, প্রদীপ ভাদুড়ির মতো সাংস্কৃতিক কর্মীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rabindra Jayanti Shantiniketan traditional fervour
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE