উদ্বোধনের বছর ঘোরার আগেই ঝড়ে কেন হুড়ার সরকারি পান্থশালা ‘পথের সাথী’র কাচের দেওয়াল ভেঙে পড়ল, তা নিয়ে তদন্ত শুরু করল পূর্ত দফতর। সম্প্রতি পূর্ত দফতরের আধিকারিকেরা ঘটনাস্থলে গিয়ে এই পান্থশালার যে সমস্ত কাচের দেওয়াল ঝড়ে ভেঙে পড়েছিল, তা খুঁটিয়ে পরীক্ষা করেন। শুধু কাচ ভেঙে পড়াই নয়, স্টিলের যে ফ্রেম দেওয়ালের সঙ্গে আটকানো ছিল, সেই ফ্রেমও ঝড়ে দুমড়ে-মুচড়ে গিয়েছে।
পুরুলিয়া-বাঁকুড়া (৬০-এ) জাতীয় সড়কের পাশে হুড়া থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে এই পান্থশালাটি গত অগস্টে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বছর ঘোরার আগে এই পান্থশালার কাচের দেওয়াল ভেঙে পড়ায় নির্মাণের মান নিয়ে
প্রশ্ন ওঠে।
প্রশাসন সূত্রে খবর, তদন্তে গিয়ে পূর্ত দফতরের বাস্তুকারেরা দেখেছেন, প্রায় আট-দশ ফুট লম্বা কাচের দেওয়াল যে স্টিলের ফ্রেমে দেওয়ালের সঙ্গে আটকানো ছিল, সেখানে কোথাও তিন-চারটি স্ক্রু দিয়ে আটকানো ছিল। সে কারণে দমকা ঝড়ের আঘাত ঠেকাতে পারেনি। রাজ্য জুড়ে যতগুলি এই ধরনের পান্থশালা নির্মিত হয়েছে, সব জায়গায় এই গলদ রয়েছে কি, না তা যাচাই করার দাবি উঠেছে।