Advertisement
E-Paper

ছাত্র-মৃত্যুতে তদন্ত চান সূর্য

উত্তর দিনজাপুরে ছাত্র-মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চাইলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। রবিবার বলরামপুরের সরাই ময়দানে ডিওয়াইএফ-এর ১৯তম রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশ ছিল। সেখানে সূর্যকান্ত বলেন, ‘‘কেন বাংলার শিক্ষক না পাঠিয়ে উর্দু আর সংস্কৃতের শিক্ষক পাঠানো হল? আমাদের নেতৃত্ব ঘটনার পরে ওখানে গিয়েছিলেন। আমরা ওঁদের পাশে রয়েছি।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮ ০২:০১
বক্তা: বলরামপুরের সরাই ময়দানের সমাবেশে। নিজস্ব চিত্র

বক্তা: বলরামপুরের সরাই ময়দানের সমাবেশে। নিজস্ব চিত্র

উত্তর দিনজাপুরে ছাত্র-মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চাইলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। রবিবার বলরামপুরের সরাই ময়দানে ডিওয়াইএফ-এর ১৯তম রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশ ছিল। সেখানে সূর্যকান্ত বলেন, ‘‘কেন বাংলার শিক্ষক না পাঠিয়ে উর্দু আর সংস্কৃতের শিক্ষক পাঠানো হল? আমাদের নেতৃত্ব ঘটনার পরে ওখানে গিয়েছিলেন। আমরা ওঁদের পাশে রয়েছি।’’

এক সময়ে সিপিএমের দুর্গ হিসেবে পরিচিত ছিল বলরামপুর। পঞ্চায়েত নির্বাচনে সেখানে সিপিএম পেয়েছে কমবেশি ৪ শতাংশ ভোট। ২০১৬ সালে শেষ বার বলরামপুরে কোনও বড় কর্মসূচি নিয়েছিল সিপিএম। এসেছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। দীর্ঘদিন পরে এবং পঞ্চায়েত ভোটে বলরামপুরে দলের বিপর্যয়ের পরে এই সমাবেশ দেখে আশাবাদী নেতারা। তাঁরা বলছেন, ‘‘যে দমবন্ধ অবস্থা চলছে মানুষই তার প্রতিবাদ করবেন। মানুষের পাশে থেকে লড়াই সংগঠিত করতে হবে।’’

এ দিন কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন সূর্যকান্ত। তিনি বলেন, ‘‘কৃষক আত্মহত্যা করছে। বেকার আত্মহত্যা করছে। কলকারখানা কমছে। ধর্মের নামে বিভাজনের ডাক দিচ্ছে কেউ। এর বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করতে আগামী ৩ নভেম্বর ডিওয়াইএফ দিল্লিতে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে।’’

এ দিনের সভায় বক্তব্য রাখেন ডিওয়াইএফ নেতা অভয়পদ মুখোপাধ্যায়, সিপিএমের জেলা সম্পাদক প্রদীপ রায়, দলের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য দীননাথ লোধা প্রমুখ।

বলরামপুরের মোদি ধর্মশালায় যুব সংগঠনের সম্মেলনটি হয়েছে। দাবি করা হয়েছে, যোগ দিয়েছিলেন ৩৩০ জন প্রতিনিধি। ৫৫ জনের জেলা কমিটি গঠন করা হয়েছে সেখানে। সম্পাদক হয়েছেন শ্যামল মাহাতো। সভাপতি সুনীল মাহাতো।

Surjya Kanta Mishra Investigation Death Student Islampur
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy