Advertisement
E-Paper

এখনই ঠাঁই নাই অবস্থা তারাপীঠে

তারাপীঠে ছোট-বড় মিলিয়ে সরকারি হিসেবে ৩৯০টি লজ আছে। তার মধ্যে সমস্ত লজ মালিক তাঁদের ঘর ভাড়া দেওয়ার ক্ষেত্রে তিন দিনের প্যাকেজ করে নিয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৭ ০৭:৪০
কৌশিকী অমাবস্যায় ঢল নামতে শুরু করেছে তারাপীঠে। রামপুরহাট স্টেশনের কাছে। রবিবার। নিজস্ব চিত্র

কৌশিকী অমাবস্যায় ঢল নামতে শুরু করেছে তারাপীঠে। রামপুরহাট স্টেশনের কাছে। রবিবার। নিজস্ব চিত্র

গভীর রাতে অমাবস্যা। কিন্তু রবিবার রাত পর্যন্ত তারাপীঠে সেই অর্থে ভক্তদের ঢল নামেনি। সন্ধ্যা পর্যন্ত মেরেকেটে হাজার চল্লিশেক লোকের সমাগম হয়েছে বলে লজ মালিক, পুলিশ-প্রশাসন সূত্রে জানা গিয়েছে। তবে অমাবস্যা যেহেতু গভীর রাতে তাই রাতের দিকে ভিড় বাড়বে বলে পুলিশ, প্রশাসনের অনুমান।

• প্যাকেজে বুকিং

তারাপীঠে ছোট-বড় মিলিয়ে সরকারি হিসেবে ৩৯০টি লজ আছে। তার মধ্যে সমস্ত লজ মালিক তাঁদের ঘর ভাড়া দেওয়ার ক্ষেত্রে তিন দিনের প্যাকেজ করে নিয়েছে। কোনও লজে ডবল বেডের ভাড়া যদি সাতশো টাকা হয়, তা হলে অগ্রিম ২১০০ টাকা দিয়ে ঘর ভাড়া নিতে হচ্ছে। আবার কোনও লজে ডবল বেডের ভাড়া ৬৫০ টাকা হলে তিন দিনের প্যাকেজে ১৮০০ থেকে ১৯০০ টাকা দিলে তবে ঘর পাওয়া যাচ্ছে। ফুলিডাঙা বা কড়কড়িয়া যাওয়ার রাস্তায় কয়েক’টি লজ তিন দিনের জন্য ডবল বেড ১২০০ টাকাতেও পাওয়া যাচ্ছে। কিন্তু সেই সমস্ত লজের পরিকাঠামো নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকেই। রামপুরহাটের মহকুমাশাসক সুপ্রিয় দাস জানান, লজের ধরণ অনুযায়ী এক এক জন লজ মালিক ভাড়া ঠিক করেছেন।

ঘর পেতে হয়রান হতে হওয়ার ঘটনা ঘটতেও শুরু করেছে। বুকিং ছাড়া লজ মিলছে না এখনই। উত্তর চব্বিশ পরগণার গোবরডাঙা থাকা আসা কয়েক জন যুবক যেমন বললেন, ‘‘তেমন হলে মা তারার মন্দিরের চাতালে বসে বসে রাত কাটিয়ে দেব।’’ একা কেউ ঘর পেতে চাইলেও সমস্যায় পড়তে হচ্ছে। লজ মালিকদের কথায়, ‘‘তারাপীঠে পুজো দিতে এসে একা ঘর ভাড়া নিয়ে ঘরের মধ্যে আত্মহত্যা করার মতো ঘটনা ঘটেছে। তেমনটা হলে তো পুলিশের ঝক্কি সামলাতে হয় আমাদেরই। তাই খোঁজখবর নিয়ে তবে ঘর দেওয়া হচ্ছে।’’

• অভিজ্ঞতায় শিক্ষা

চার বছর আগের কৌশিকী অমাবস্যার রাতে চার ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাটে অন্ধকার হয়ে পড়েছিল সমগ্র তারাপীঠ এলাকা। গাফিলতিতে কারণেই এমন ঘটনা বলে জানা যায়। তার জেরে দুই আধিকারিককেও বদলি হতে হয়েছিল। অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সতর্ক রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি। পরের বছর থেকেই তারাপীঠ এলাকায় দুটি ফিডার থেকে বিদ্যুৎ সরবরাহ চালু হয়। কৌশিকী অমাবস্যার জন্য বিদ্যুৎ দফতর থেকে এ বার তারাপীঠ এলাকায় প্রায় ১০০০ চিনামাটির ইনসুলেটর পরিবর্তন করে পলিমার দিয়ে তৈরি ইনসুলেটর লাগানো হয়েছে। নতুন আটটি ট্রান্সফর্মারও বসানো হয়েছে। দফতর থেকে দুটি ক্যাম্পও হয়েছে।

• বিনোদন মঞ্চ

কৌশিকী অমাবস্যার রাতে তারাপীঠে আসা পুণ্যার্থীদের বিনোদনের জন্য বিনোদন মঞ্চ তৈরি করা হয়েছে। উদ্যোক্তারা জানালেন, এমন ব্যবস্থা এ বারই প্রথম। জেলা প্রশাসন এবং তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের উদ্যোগে জেলা তথ্য সংস্কৃতি দফতরের সহযোগিতায় তারাপীঠ ঢোকার মুখে আটলা মোড়ে বিনোদন মঞ্চে বাউল শিল্পীরা বাউল গান পরিবেশন করবেন।

• স্বেচ্ছাসেবক

কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ থেকে ১৫০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। তেমনটাই জানিয়েছেন পর্ষদের চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়। এ ছাড়াও রামপুরহাট পুরসভা, রামপুরহাট ১ ও ২ ব্লকের উদ্যোগে ৩০টি মোবাইল শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। প্রতি ঘণ্টায় জঞ্জাল সাফাই করা হবে বলে পর্ষদ চেয়ারম্যান রবিবার বিকেলের সাংবাদিক সম্মেলনে দাবি করেছেন।

Tarapith overcrowded Kali puja
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy