এ বার ছ’দিনের পৌষমেলায় প্লট বুকিংয়ের নির্ধারিত টাকার উপর জিএসটি লাগু হওয়ায় আরও ৩ শতাংশ কর বাড়তে পারে। যদিও, এখনও পর্যন্ত প্লট বুকিংয়ের টাকা ঠিক করেননি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারের কনফারেন্স হলে পৌষমেলার আয়োজনের বাজেট সংক্রান্ত বিষয়ে মেলার উপ-কমিটিগুলির আহ্বায়কদের নিয়ে একটি বৈঠক হয়। জানা গিয়েছে, ১০ ডিসেম্বর থেকে পৌষমেলার প্লট বুকিংয়ের কাজ শুরু হয়ে যাবে। স্টলের সংখ্যা বাড়ানোর চিন্তাভাবনা রয়েছেও বলে জানা গিয়েছে।
কলকাতা পরিবেশ আদালতের নির্দেশে এ বার পৌষমেলার পর ভাঙা মেলা থাকছে না। পরিবর্তে ছ’দিনের পৌষমেলা হচ্ছে। স্বাভাবিক ভাবেই মেলার বাজেটে পরিবর্তন হতে চলেছে। ছ’দিনের মেলা হওয়ায় সব ক্ষেত্রেই পরিষেবা কর বৃদ্ধি করতে চলেছে কর্তৃপক্ষ।
এ দিন দুপুরে বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অমিত হাজরা, শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কোনার, মেলার বিভিন্ন উপ-কমিটির আহ্বায়কেরা। জানা গিয়েছে, এখনও পর্যন্ত প্লট বুকিয়ের কর ঠিক করা হয়নি। তবে বিদ্যুৎ কর, জল কর-সহ অন্যান্য খাতে কমবেশি বৃদ্ধি হতে পারে। স্টলের সংখ্যা বাড়ানোর কথাও বৈঠকে আলোচনা হয়। মনে করা হচ্ছে, স্টলের সংখ্যা বাড়লে প্লট বুকিংয়ের টাকা খুব বেশি বাড়ানোর প্রয়োজন হবে না। মেলার আয়োজনে সাহায্যকারী রাজ্য সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলির কাছে বিশ্বভারতীর তরফে কর মুকুব অথবা তা কমানোর আর্জি জানানো হবে।