Advertisement
১৯ এপ্রিল ২০২৪

খুচরোয় জেরবার ব্যবসায়ীরা

এক টাকা, দু’টাকার কয়েনের সমস্যা ছাড়াও রামপুরহাট শহর এলাকার বেশ কিছু সমস্যা নিয়ে মহকুমাশাসকের কাছে স্মারকলিপি দেন তাঁরা। সোমবার সকালে সংগঠনের সদস্যরা প্রথমে পাঁচ মাথা জড়ো হন। সেখান থেকে মিছিল করে মহকুমাশাসকের অফিসে যান।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
রামপুরহাট শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৭ ০৬:৫০
Share: Save:

জমে যাচ্ছে কয়েন। তা নিচ্ছে না ব্যাঙ্কও। ক্রেতারা আকছার খুচরো দিলেও, নেওয়ার সময়ে টালবাহানা করছেন বলে অভিযোগ। এ নিয়ে আইএনটিইউসি প্রভাবিত রামপুরহাট ফুটপাথ ক্ষুদ্র ব্যবসায়ী সংগঠন সরব হল। সমস্যা সমাধানে মহকুমাশাসকের কাছে দ্বারস্থ হন সংগঠনের সদস্যরা। এক টাকা, দু’টাকার কয়েনের সমস্যা ছাড়াও রামপুরহাট শহর এলাকার বেশ কিছু সমস্যা নিয়ে মহকুমাশাসকের কাছে স্মারকলিপি দেন তাঁরা। সোমবার সকালে সংগঠনের সদস্যরা প্রথমে পাঁচ মাথা জড়ো হন। সেখান থেকে মিছিল করে মহকুমাশাসকের অফিসে যান। সংগঠনের সম্পাদক সাহাজাদা হোসেন (কিনু) জানান, খুচরো সমস্যায় ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম সঙ্কটে পড়েছেন। বিশেষ করে ব্যাঙ্কের অসহযোগিতায় সমস্যা আরও গভীর বলে অভিযোগ তাঁর। সমস্যা সমাধানে দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি জানানো হয়েছে।

এ ছাড়া রামপুরহাট শহরের প্রাণকেন্দ্র পাঁচ মাথা এলাকায় পানীয় জল এবং শৌচালয়ের অভাবে শহরের নাগরিক থেকে শহরে আসা নাগরিকরা অসুবিধায় পড়তে হচ্ছে। সংগঠনের সদস্যদের অভিযোগ, পুরসভা থেকে লক্ষাধিক টাকা খরচ করে মহকুমা প্রশাসনিক ভবনের দেওয়ালে বায়ো টয়লেট লাগানো হলেও সেটা কোনও কাজে লাগছে না। মহকুমাশাসক সুপ্রিয় দাস জানান, খুচরো সমস্যা সমাধানে গ্রাহকদের ব্যাঙ্কের মাধ্যমে যোগাযোগ করতে হবে। এ ছাড়া পাঁচমাথা মোড়ে পানীয় জলের সমস্যা এবং শৌচালয়ের সমস্যা সমাধানে খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। রামপুরহাটের পুরপ্রধান অশ্বিনী তিওয়ারি জানান, বায়ো টয়লেটের পরিকাঠামো গত ত্রুটি আছে। সরবরাহকারী সংস্থাকে মেরামতের জন্য ডাকা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE