Advertisement
০৫ মে ২০২৪
বাদ গেল না ঘণ্টাও

প্রাচীন মন্দিরের তালা ভেঙে চুরি

তালা ভেঙে নারায়ণ মন্দির থেকে চুরি হল শালগ্রাম শিলা-সহ বেশ কয়েক’টি ধাতু এবং কষ্টি পাথরের শতাব্দী প্রাচীন বিগ্রহ। দু’টি ধাতুর সিংহাসন, অলঙ্কার, পুজোর বাসন ছাড়াও চুরি গিয়েছে পিতলের ঘণ্টাও!

নাকড়াকোন্দা গ্রামে শুক্রবার তদন্তে পুলিশ। —নিজস্ব চিত্র

নাকড়াকোন্দা গ্রামে শুক্রবার তদন্তে পুলিশ। —নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
লোকপুর শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৬ ০১:৩৮
Share: Save:

তালা ভেঙে নারায়ণ মন্দির থেকে চুরি হল শালগ্রাম শিলা-সহ বেশ কয়েক’টি ধাতু এবং কষ্টি পাথরের শতাব্দী প্রাচীন বিগ্রহ। দু’টি ধাতুর সিংহাসন, অলঙ্কার, পুজোর বাসন ছাড়াও চুরি গিয়েছে পিতলের ঘণ্টাও!

বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে লোকপুর থানা এলাকার নাকড়াকোন্দা গ্রামে। শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাকড়াকোন্দা গ্রামের জমিদার শিবনারায়ণ চক্রবর্তীদের পরিবার নরায়ণ মন্দিরের প্রতিষ্ঠাতা। বহুকালের পুরনো মন্দির। কালের কোপে জমিদারদের জীর্ণ বাড়িতে থাকা নারায়ণ মন্দিরটিও ভগ্নপ্রায় হয়ে পড়েছিল। এক বংশধর তথা মন্দিরের সেবাইত সুপ্রকাশ মুখোপাধ্যায় জানান, দু’দশক আগে বংশধরেরা জমিদার পরিবারের শিব মন্দির ঘেঁষে তৈরি করেন নতুন নারায়ণ মন্দির। সেখানে স্থানান্তরিত করা হয় সোনার মুকুট-সহ শতাব্দী প্রাচীন শালগ্রাম শিলা, একটি ধাতুর শিব মূর্তি, গরুরপক্ষী এবং কষ্টিপাথরের নারায়ণ-লক্ষ্মী মূর্তি। সুপ্রকাশবাবুর আক্ষেপ, ‘‘চুরি গিয়েছে সে সবই!’’

জানা গিয়েছে, শুক্রবার খুব ভোরে গ্রামের দুই মহিলা প্রথম দেখেন মন্দিরের দরজা খোলা। তখনই তাঁদের সন্দেহ হয় হয়তো খারাপ কিছু হয়েছে। সত্যি হল সেটাই! শরিকেরা তো বটেই, বিগ্রহ চুরির ঘটনায় মর্মাহত গ্রামের বাসিন্দারাও।

বিগ্রহ চুরির ঘটনায় বাড়ছে ক্ষোভও। এলাকার অনেকেরই অভিযোগ, আশপাশের বিভিন্ন এলাকার একটার পর একটা মন্দিরে চুরি হলেও কোনটারই কিনারা করতে পারছে না পুলিশ। জেলা পুলিশের এক কর্তা অবশ্য জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

temple Theft
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE