মিঠুন চক্রবর্তী, বাবুল সুপ্রিয় এবং মহুয়া মৈত্র। ফাইল ছবি।
পুরুলিয়ায় মিঠুন চক্রবর্তীর সভার ‘পাল্টা’ জনসভা করতে চলেছে শাসকদল। বৃহস্পতিবারের ওই জনসভায় বিপুল জমায়েত হতে চলেছে। বালিগঞ্জের দলীয় বিধায়ক বাবুল সুপ্রিয় এবং কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের ভাষণ শুনতে ওই সভায় অন্তত ৩০ হাজার মানুষ আসতে পারেন বলে দাবি করল তৃণমূল। শাসকদলের এই দাবি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।
গত বৃহস্পতিবার পুরুলিয়ার লধুরকায় সভা করেন রাজ্য বিজেপির কোর কমিটির অন্যতম সদস্য মিঠুন। তার পরেই জরুরি ভিত্তিতে বৈঠকের ডাক দিয়ে লধুরকার মাঠেই পাল্টা সভার ঘোষণা করেন শাসকদলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া। সেই সভায় বক্তা হিসাবে বাবুল এবং মহুয়ার থাকার কথা। সেই সভার প্রস্তুতি নিয়ে বলতে গিয়ে বুধবার সৌমেন বলেন, ‘‘বিজেপির যাবতীয় কুৎসা আর অপপ্রচার রুখতে রেকর্ড ভিড় করে যথোপযুক্ত জবাব দেবে তৃণমূল। ছোট-বড় মিলিয়ে প্রায় ৬০০টি গাড়ি করে কর্মীরা সভাস্থলে আসবেন। জনসভায় প্রায় ৩০ হাজার লোক হতে পারে।’’
পাল্টা জবাবে বিজেপির জেলা সভাপতি বিবেক রাঙা বলেন, ‘‘সভা করার অধিকার সব রাজনৈতিক দলেরই আছে। সভা হওয়ার পরই বোঝা যাবে, কত লোক হল।’’