Advertisement
২৫ এপ্রিল ২০২৪

প্রতিরোধ কমিটির দাওয়াই লকেটের

বিজেপির এ দিনের সভায় হাজার খানেক মানুষের ভিড় ছিল। বক্তব্য দিতে উঠে প্রথম থেকেই আক্রমনাত্মক ছিলেন লকেট। বাদুড়িয়া প্রসঙ্গ থেকে তৃণমূলের সন্ত্রাস সব অভিযোগই উঠে এসেছে তাঁর বক্তব্যে। এর বিরুদ্ধে দলীয় কর্মীদের পাল্টা প্রতিশোধের নিদান দিয়ে গিয়েছেন তিনি।

বক্তা: রাইপুরের জনসভায় লকেট চট্টোপাধ্যায়। নিজস্ব চিত্র।

বক্তা: রাইপুরের জনসভায় লকেট চট্টোপাধ্যায়। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
রাইপুর শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৭ ০১:৪৮
Share: Save:

এক দিন আগেই জেলায় এসে সোনামুখীতে ভিড়ে ঠাসা সভায় পঞ্চায়েত ভোটে বিজেপি-সিপিএমকে ধরাশায়ী করার ডাক দিয়ে গিয়েছেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার রেশ কাটার আগেই তৃণমূলকে রুখতে গ্রামে গ্রামে প্রতিরোধ কমিটি গড়ার নির্দেশ দিয়ে গেলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার রাইপুরের বক্সিতে সভা করেন লকেট। উপস্থিত ছিলেন দলের আরেক রাজ্য নেতা সুভাষ সরকার।

বিজেপির এ দিনের সভায় হাজার খানেক মানুষের ভিড় ছিল। বক্তব্য দিতে উঠে প্রথম থেকেই আক্রমনাত্মক ছিলেন লকেট। বাদুড়িয়া প্রসঙ্গ থেকে তৃণমূলের সন্ত্রাস সব অভিযোগই উঠে এসেছে তাঁর বক্তব্যে। এর বিরুদ্ধে দলীয় কর্মীদের পাল্টা প্রতিশোধের নিদান দিয়ে গিয়েছেন তিনি। তাঁর কথায়, “পুলিশ প্রশাসন শাসক দলের হয়ে কাজ করছে। আমরা অশান্তি পছন্দ করি না। তবে গায়ে পড়ে কেউ বার বার ঝগড়া করতে এলে প্রতিশোধ নিতে হবে।” তিনি যুক্ত করেন, “গ্রামে গ্রামে মহিলাদের নিয়ে প্রতিরোধ কমিটি গড়তে হবে।”

দার্জিলিং ও বাদুড়িয়ায় অশান্তি জন্য তৃণমূলকেই দায়ী করেছেন লকেট। আসন্ন পঞ্চায়েত ভোটে রাজ্য জুড়ে বিজেপির ভাল ফল হবে বলেই দাবি করেছেন তিনি। লকেটের কথায়, “সাধারণ মানুষ বিজেপিকে সমর্থন করছেন। আসন্ন পঞ্চায়েত ভোটে বিজেপি ভাল ফল করবেই।” অন্যদিকে, এ দিন বেলিয়াতোড় মোড়েও বিজেপির যুব মোর্চার একটি সভা হয়। সেখানে উপস্থিত ছিলেন কিসান মোর্চার রাজ্য নেতা অজয় ঘটক, বিজেপি যুব মোর্চার বড়জোড়া ২ মণ্ডল সভাপতি মলয় পাল-সহ অনেকে।

যদিও লকেটের মন্তব্যকে কটাক্ষ করে জেলা তৃণমূলের সহ-সভাপতি তথা বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অরূপ চক্রবর্তী বলেন, “দিবাস্বপ্ন দেখছেন বিজেপি নেত্রী। বুধবার অভিষেকের সভার ভিড়ই প্রমাণ করে দিয়েছে পঞ্চায়েত ভোটে বিরোধীরা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE