Advertisement
১৮ মে ২০২৪

নোটের চোটে বেকার বাড়ছে, দাবি তৃণমূলের

নোট-কাণ্ডে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ব্যর্থতার দাবি করে রাজ্যে ক্ষমতাসীন সরকারের উন্নয়নের কর্মকাণ্ড নিয়ে মাঠে নামার জন্য অঞ্চল নেতাদের নির্দেশ দিল তৃণমূল।

নিজস্ব চিত্র।

নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৬ ০০:২৪
Share: Save:

নোট-কাণ্ডে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ব্যর্থতার দাবি করে রাজ্যে ক্ষমতাসীন সরকারের উন্নয়নের কর্মকাণ্ড নিয়ে মাঠে নামার জন্য অঞ্চল নেতাদের নির্দেশ দিল তৃণমূল। দলের দাবি, কেন্দ্রের নোট বাতিল সিদ্ধান্তের জেরে, ভিন্‌ রাজ্যে কর্মরত জেলার ৪ লক্ষ ২২ হাজার বাসিন্দা কর্মহীন হয়েছেন। নির্ধারিত সূচি অনুযায়ী, বুধবার বোলপুরের নিচুপট্টিতে একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে তৃণমূলের জেলা কমিটির বৈঠক এমন কথা বলেন দলের জেলা নেতৃত্ব।

দলের দাবি, আঞ্চলিক স্তর থেকে পাওয়া তালিকায় এমন কর্মহীনদের সংখ্যা তুলে ধরা হয়েছে। পঞ্চায়েত ভোটকে সামনে রেখে, জানুয়ারি মাসের ১১ তারিখ থেকে আনুষ্ঠানিক ভাবে জেলার অঞ্চলে অঞ্চলে সভা, সমিতি করে তৃণমূলের উন্নয়ন এবং বিজেপির ব্যর্থতা তুলে ধরে, সংগঠনকে আরও মজবুত করার সিদ্ধান্ত নিয়েছে জেলা তৃণমূল কংগ্রেস। ওই বৈঠকে সিদ্ধান্তের পর, জেলার অঞ্চলস্তর থেকে শুরু করে জেলা স্তর পর্যন্ত মাঠে নামার জন্য নির্দেশ দেন দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। অনুব্রত বলেন, “কেন্দ্রের বিজেপি সরকারের নোট বাতিল সিদ্ধান্তের জেরে, ভিন্ রাজ্য কর্মরত ৪ লক্ষ ২২ হাজার জেলার বাসিন্দা কর্মহীন হয়েছেন। অঞ্চল স্তর থেকে পাওয়া তালিকা, দলের প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে।”

অনুব্রতের দাবি, আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে, জানুয়ারির ১১ তারিখ থেকে অঞ্চলে অঞ্চলে সভা সমিতি করে তৃণমূলের উন্নয়ন কর্মকাণ্ড স্থানীয়দের সামনে তুলে ধরতে বলা হয়েছে। পাশাপাশি কেন্দ্রে বিজেপি সরকারের সিদ্ধান্তে দিন দিন বাড়তে থাকা কর্মহীন এবং তাদের সরকারের ব্যর্থতা তুলে ধরার কথা বলা হয়েছে। জেলায় আঞ্চলিক স্তর থেকে জেলা স্তর পর্যন্ত সার্বিক স্তরে সংগঠনকে আরও মজবুত করতে বলা হয়েছে।

এ দিন দলের নানা বিষয় আলোচনা করেন অনুব্রত। সাম্প্রতিক কালে খয়রাশোলের নিহত নেতা অশোক ঘোষের ভাই তথা অঞ্চল সভাপতি দীপক ঘোষ গুলিবিদ্ধ ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দেন অনুব্রত।

বৈঠক সূত্রের খবর, ওই প্রসঙ্গ টেনে, অনুব্রত বলেন, ‘‘অনেক রক্তের বিনিময়ে ক্ষমতায় এসেছে তৃণমূল। বোমাগুলির রাজনীতি বরদাস্ত করবে না দল।’’ দলের সাংগঠনিক শক্তি আরও মজবুত করার নির্দেশ দেন তিনি।

চলছে তৃণমূলের জেলা কমিটির বৈঠক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Demonetisation TMC Meeting Unemployment
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE