কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফের দাবি, তিনি এ রাজ্যে জঙ্গি সংগঠন জেএমবি-র (নব্য জেএমবি-আইএস) অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। কিন্তু, সেই অভিযোগ মানতে নারাজ পাইকর থানার কাশিমনগর গ্রামের নাজিবুল্লার পরিবার। তিনি কোনও জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকতে পারেন, মানতে পারছেন না গ্রামের বাসিন্দারাও।
বৃহস্পতিবার গভীর রাতে কাশিমনগর গ্রামের ক্যানালপাড়া এলাকা থেকে বছর বাহান্নর নাজিবুল্লাকে গ্রেফতার করেছে এসটিএফ। সঙ্গে ছিল পাইকর থানার পুলিশ। রাত দেড়টা থেকে ভোর চারটে পর্যন্ত নাজিবুল্লার বাড়ি ও ছাপাখানায় তল্লাশি চালিয়েছে এসটিএফ। বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিংহ শুক্রবার বলেন, ‘‘কলকাতা এসটিএফ গ্রেফতার করেছে। যা বলার, এসটিএফ-ই বলবে।’’
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি পাইকরের হিয়াতনগর মোড়ে তাঁর ভাইয়ের দোকানের পাশে একটি ছাপাখানা চালান। এলাকার বাসিন্দারা নিরীহ সাদাসিধে হিসেবেই নাজিবুল্লাকে চেনেন। বৃহস্পতিবার গভীর রাতে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহে নাজিবুল্লাকে গ্রেফতার করা হয়েছে জেনে স্থানীয়রা অবাক। শুক্রবার সকালে কাশিমনগরের ক্যানালপাড়ে নাজিবুল্লার বাড়িতে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের দেখে অনেকেই অবাক হয়ে যান। নাজিবুল্লার বাড়ি যেখানে, সেই এলাকা বেশ ফাঁকা ফাঁকা। নাজিবুল্লা ভাইদের সঙ্গে টিনের ছাউনি দেওয়া বাড়িতে থাকেন। তাঁর সাত ছেলেমেয়ে।