Advertisement
০৫ মে ২০২৪

থানায় বিক্ষোভ

দুই মহিলাকে নিগ্রহ করার অভিযোগ দায়ের হওয়ার তিনদিন পরেও মূল অভিযুক্তকে গ্রেফতার না করায় থানায় বিক্ষোভ দেখালেন চেলিয়ামার করগালি গ্রামের কিছু মহিলা। মঙ্গলবার সকালে রঘুনাথপুর থানা চত্বরে এই বিক্ষোভ চলে। এ দিন গ্রামের জনা কুড়ি মহিলা স্থানীয় তৃণমূলের নেতৃত্বে থানায় বিক্ষোভ দেখান। গত শনিবার রাতে গ্রামেই শৌচকর্মের জন্য পুকুরে যাওয়ার পথে গ্রামেরই এক ব্যক্তি দুই মহিলাকে মারধর ও নিগ্রহ করে বলে অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা
রঘুনাথপুর শেষ আপডেট: ১০ জুন ২০১৫ ০০:৩৫
Share: Save:

দুই মহিলাকে নিগ্রহ করার অভিযোগ দায়ের হওয়ার তিনদিন পরেও মূল অভিযুক্তকে গ্রেফতার না করায় থানায় বিক্ষোভ দেখালেন চেলিয়ামার করগালি গ্রামের কিছু মহিলা। মঙ্গলবার সকালে রঘুনাথপুর থানা চত্বরে এই বিক্ষোভ চলে। এ দিন গ্রামের জনা কুড়ি মহিলা স্থানীয় তৃণমূলের নেতৃত্বে থানায় বিক্ষোভ দেখান। গত শনিবার রাতে গ্রামেই শৌচকর্মের জন্য পুকুরে যাওয়ার পথে গ্রামেরই এক ব্যক্তি দুই মহিলাকে মারধর ও নিগ্রহ করে বলে অভিযোগ। ওই রাতেই রঘুনাথপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তের তরফেও পাল্টা অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযোগের প্রেক্ষিতে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। মহিলাদের নিগ্রহ করার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

women protest raghunathpur police station
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE