ঝড়ে পড়া নষ্ট হওয়া গাছ থেকে কাঠখোদাই। সেই শিল্পের কর্মশালা হল শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামে। বুধবার ছিল তার শেষ দিন।
দিন কয়েক আগের কালবৈশাখী এবং আমপানের দাপটে সৃজনী শিল্পগ্রামে ভেঙে পড়ে সোনাঝুরি, শিশু, মেহগনির মতো বেশ কয়েকটি গাছ। সেই গাছ কাজে লাগানোর ভাবনা থেকেই এই ভাস্কর্য। এর আগেও সৃজনী শিল্পগ্রামে বাজ পড়ে দুটি গাছ নষ্ট হয়ে গিয়েছিল। তখনও একই ভাবে নষ্ট হয়ে যাওয়া গাছ থেকে কাঠ খোদাইয়ের মাধ্যমে ভাস্কর্যের রূপ দেওয়া হয়। পরে সেগুলিকে সর্বসাধারণের জন্য প্রদর্শনীশালাতেও রাখা হয়।
এ বারও একই ভাবে ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়া ওই সমস্ত গাছকে ভাস্কর্যের রূপ দেওয়ার চিন্তাভাবনা করেন কর্তৃপক্ষ। সেই মতো স্থানীয় শিল্পীদের দিয়ে ওই সমস্ত ঝড়ে ভেঙে পড়া গাছগুলিকে বিভিন্ন ভাস্কর্যের রূপ দেওয়ার কাজ শুরু হয় ১২ জুন থেকে। ছয় শিল্পীকে এই কাজে লাগানো হয়। তাঁদের শিল্পকর্মের মধ্যে ধরা পরে মানুষ, পশুপাখি সহ পারিপার্শ্বিক পরিবেশ। নাম দেওয়া হয় কাঠ খোদাইয়ের কর্মশালা। যেহেতু এই মুহূর্তে শান্তিনিকেতনে পর্যটকের দেখা নেই, তাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই কর্মশালাটিকে সবার কাছে তুলে ধরা হয়।