Advertisement
২৭ এপ্রিল ২০২৪

যুবকের দেহ উদ্ধার

রাস্তার ধারে মিলল ঝাড়খণ্ডের যুবকের দেহ। পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম দীপক বাউরি (২৬)। তিনি বোকারো জেলার চন্দনকিয়ারি থানার শিববাবুডি গ্রামের বাসিন্দা। সোমবার পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কের পাশে পুরুলিয়া মফস্সল থানার ছড়রার শুঁড়িবাঁধের কাছে দেহটি পড়েছিল। স্থানীয় মানুষের কাছে খবর পেয়ে পুলিশ ওই যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ০৯ জুন ২০১৫ ০০:৪০
Share: Save:

রাস্তার ধারে মিলল ঝাড়খণ্ডের যুবকের দেহ। পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম দীপক বাউরি (২৬)। তিনি বোকারো জেলার চন্দনকিয়ারি থানার শিববাবুডি গ্রামের বাসিন্দা। সোমবার পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কের পাশে পুরুলিয়া মফস্সল থানার ছড়রার শুঁড়িবাঁধের কাছে দেহটি পড়েছিল। স্থানীয় মানুষের কাছে খবর পেয়ে পুলিশ ওই যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

প্রথম দিকে এই যুবকের পরিচয় জানা যায়নি। পরে পুলিশ তদন্তে নেমে তাঁর পরিচয় জানতে পারে। খবর পেয়ে শিববাবুডি গ্রাম থেকে ওই যুবকের আত্মীয়েরা এসে মৃতদেহ শনাক্ত করেন। মৃতের মামা সুবর্ণ বাউরি বলেন, ‘‘ছোট থেকেই দীপক আমার কাছে মানুষ। ও গাড়ি চালাত। রবিবার বেলা সাড়ে দশটা নাগাদ গাড়ি নিয়ে বেরিয়েছিল। তার পর থেকে আর ওর সঙ্গে কোনও যোগাযোগ করা যায়নি। আজ এই খবর পেলাম।’’ জেলা পুলিশ সুপার রূপেশ কুমার বলেন, ‘‘প্রাথমিক ভাবে মনে হচ্ছে, এটি খুনের ঘটনা। যুবকের গলায় ধারালো অস্ত্রের দাগ রয়েছে। আমরা কিছু সূত্র পেয়েছি। তার ভিত্তিতে ঝাড়খণ্ডে আমাদের একটি দল তদন্তে গিয়েছে।’’ পুরুলিয়া সদর হাসপাতালে দাঁড়িয়ে নিহত যুবকের মামা বলেন, ‘‘ওর তো কোনও শত্রু ছিল না। কে ওকে এখানে এভাবে মেরে ফেলল বুঝতে পারছি না।’’ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই যুবক পুরুলিয়ার পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি সীমা বাউরির আত্মীয়। সীমাদেবী বলেন, ‘‘মনে হচ্ছে, দীপককে কেউ বা কারা খুন করে এখানে ফেলে দিয়েছে। আমরা চাই রহস্য উদঘাটিত হোক।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

road dead body police Dipak bauri Jharkhand
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE