এইচআইভি নিয়ে সচেতনতার প্রচার হল রঘুনাথপুর ২ ব্লকে। ব্লকের বিভিন্ন গ্রাম ও বান্দা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে রক্ত পরীক্ষার পাশাপাশি লোকমাধ্যম ছৌ নাচ, ঝুমুর গানের মাধ্যমে প্রচার চালিয়েছে জেলা স্বাস্থ্য দফতর। উপস্থিত ছিলেন পুরুলিয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মানবেন্দ্র ঘোষ। এ দিন রক্ত পরীক্ষার শিবিরে প্রথম পরীক্ষা করিয়েছেন রঘুনাথপুর ২ ব্লকের বিডিও শান্তনু বিশ্বাস ও পঞ্চায়েত সমিতির সভাপতি মনীষা ঘোষ। ছিলেন ব্লকের বিএমওএইচ ইন্দ্রনীল মিত্র। রাজ্য জুড়ে ছ’দিন ধরে এইচআইভি নিয়ে সচেতনতা প্রসার কর্মসূচি পালন করছে রাজ্য স্বাস্থ্য দফতর। সেই প্রেক্ষিতে শেষদিন জেলার মূল অনুষ্ঠান হয়েছে রঘুনাথপুর ২ ব্লকে। সিএমওএইচ মানবেন্দ্রবাবু বলেন, ‘‘এইচআইভি সম্পর্কে বহু মানুষেরই এখনও স্পষ্ট ধারনা নেই। কেন, কীভাবে এই মারণ রোগ শরীরে বাসা বাধে, রোগ প্রতিরোধের ক্ষেত্রে কি করণীয় সেই বিষয়গুলি সম্পর্কে ঝাড়খণ্ড লাগায়ো এই ব্লকের মানুষজনকে সচেতন করতেই শিবির করা হয়েছে।” জেলা স্বাস্থ্য দফতরের দাবি, পুরুলিয়াতে জনপ্রিয় ছৌনাচ ও ঝুমুর গানের মাধ্যমে প্রচার করা হলে আরও কার্যকারী হয়ে উঠবে বলেই প্রচারে জেলার লোকশিল্পকে ব্যবহার করা হয়েছিল।