Advertisement
০২ মে ২০২৪

এক দিনে দু’টি বড় সভা, ফুটছে রামপুরহাট

একই দিনে দু’টি সভা। তাও আবার রামপুরহাট থানার দুই প্রান্তে। এক দিকে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিংহ এবং অন্য দিকে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়, মিঠুন চক্রবর্তী। স্বাভাবিক ভাবেই দুই দলের নেতাকর্মীরা তো বটেই, সোমবার থেকে ঘুম উড়ে গিয়েছে পুলিশ-প্রশাসনেরও। আজ, বুধবার এই দুই বড় সভাকে ঘিরে ফুটছে জেলা।

রাজনাথ সিংহের সভার প্রস্তুতি।

রাজনাথ সিংহের সভার প্রস্তুতি।

অপূর্ব চট্টোপাধ্যায়
রামপুরহাট শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৪ ০১:২৮
Share: Save:

একই দিনে দু’টি সভা। তাও আবার রামপুরহাট থানার দুই প্রান্তে। এক দিকে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিংহ এবং অন্য দিকে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়, মিঠুন চক্রবর্তী। স্বাভাবিক ভাবেই দুই দলের নেতাকর্মীরা তো বটেই, সোমবার থেকে ঘুম উড়ে গিয়েছে পুলিশ-প্রশাসনেরও। আজ, বুধবার এই দুই বড় সভাকে ঘিরে ফুটছে জেলা।

আজ, সকালে বিজেপির সভা হবে রামপুরহাট হাইস্কুল মাঠে। দুপুরেই তারাপীঠের চিলার মাঠে সভা তৃণমূলের। রামপুরহাট থানার আইসি হিরণ্ময় ঘোষকে দেখা গেল এক ঘণ্টার ব্যাবধানে দুই জায়গার সভাস্থলে গিয়ে প্রস্তুতির খোঁজখবর নিতে। কাজ দেখাশোনার দায়িত্বে রয়েছেন পূর্ত বিভাগের রামপুরহাট মহকুমার সহকারী বাস্তুকার প্রিয়ঙ্কর মাজিও। প্রিয়ঙ্করবাবু জানালেন, হেলিপ্যাড তৈরির রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছেন। মঞ্চ তৈরি এখনও সম্পূর্ণ হয়নি। সম্পূর্ণ হওয়ার পরেই চূড়ান্ত রিপোর্ট পাওয়া যাবে। দু’টি সভার জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানালেন বীরভূম জেলা পুলিশ সুপার রশিদ মুনির খান।

বাংলা নববর্ষের প্রথম দিনে দিনভর ব্যস্ত থাকতে দেখা গেল উভয় দলের নেতাদের। তৃণমূলের বীরভূম জেলা চেয়ারম্যান তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর পরিবারকে নিয়ে বাংলা নববর্ষের প্রথম দিন সকালে তারাপীঠে পুজো দিয়ে বাড়ি ফিরে যান। এ বার পরিবারের সদস্যদের বাড়িতে পাঠিয়ে দিয়ে আশিসবাবুকে সকাল ১০টা থেকে বুধবারের সভার জন্য তারাপীঠের চিলার মাঠে যেতে হল। সেখানে দুপুর দেড়টা পর্যন্ত দলের রামপুরহাট ২ ব্লকের সভাপতি সুকুমার মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সভামঞ্চ তৈরি, সভাস্থল থেকে হ্যলিপাডের রাস্তা বাঁশের ব্যারিকেড দিয়ে ঘেরার কাজ, মাঠ পরিষ্কার করা তদারকি করতে দেখা গেল আশিসবাবুকে। তিনি বললেন, “মিঠুনকে নিয়ে মুকুল রায়ের সভার দিন পাওয়া যাচ্ছিল না। হঠাৎ করে সব কিছু হয়ে গেল। প্রথম দিকে রামপুরহাট গাঁধী পার্কের মাঠে এই সভা করার ইচ্ছে ছিল। কিন্তু একই দিনে রামপুরহাটে আর একটি জনসভা রয়েছে। পুলিশ-প্রশাসনের আপত্তি থাকায় তারাপীঠ সংলগ্ন চিলার মাঠে সভার আয়োজন করা হয়েছে। যেহেতু মিঠুন আসছে, সে জন্য আমরা লক্ষাধিক লোকের সমাগম ঘটবে এই আশা করে সভাস্থল ঠিক করছি।”

মুকুল রায়ের সভার প্রস্তুতি।

অন্য দিকে, রামপুরহাট হাইস্কুল মাঠে বিজেপি’র সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিংহের সভাস্থল তদারকি করতে দেখা গেল দলের বীরভূম জেলার পরিদর্শক শুভনারায়ণ সিংহকে। শুভনারায়ণবাবু বললেন, “রাজনাথ সিংহের সঙ্গী হিসেবে দলের পশ্চিমবঙ্গের সহকারী পর্যবেক্ষক সিদ্ধার্থনাথ সিংহ আসছেন। সাড়ে ১১টা নাগাদ সভাস্থলে পৌঁছে যাবেন।” বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ বলেন, “বীরভূম আমাদের ভাল কেন্দ্র। এই কেন্দ্রে আমাদের সমস্ত স্তরের কর্মীরা ভাল কাজ করছেন এবং এই কেন্দ্র নিয়ে আমরা যথেষ্ট আশাবাদী। তাই একজন সর্বভারতীয় নেতৃত্বকে নিয়ে আমরা ওখানে প্রচারের ব্যবস্থা করেছি।”

রাজনাথ সিংহের সভার জন্য ইতিমধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের দল রামপুরহাটে এসে গিয়েছে। রামপুরহাট হাইস্কুল মাঠের সভাস্থল এবং রামপুরহাট গাঁধী পার্ক ময়দান যেখানে রাজনাথ সিংহের হেলিকপ্টার নামবে, সেখানে গোয়েন্দা বিভাগ পরিদর্শন করে গিয়েছেন।

ছবি: অনির্বাণ সেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE