Advertisement
E-Paper

কবিতা আর সুরে ভাসল বসন্তের শান্তিনিকেতন

বসন্তের প্রথম দিনেই কবিতা আর রবীন্দ্রনাথের গানের সুরে ভাসল শান্তিনিকেতন। সাহিত্য অ্যাকাডেমি, আবৃত্তিলোক ও বিশ্বভারতীর উদ্যোগে শুরু হল দু’দিনের কবিতা উত্‌সব। এ বারের উত্‌সবের প্রধান অতিথি ও পার বাংলার বিশিষ্ট কবি, সৈয়দ শামসুল হক। শনিবার বিকেলে শান্তিনিকেতনের লিপিকা প্রেক্ষাগৃহে উত্‌সবের উদ্বোধন করেন বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৫ ০২:০৬
কবিতা উত্‌সবের একটি মুহূর্ত। ছবি: বিশ্বজিত্‌ রায় চৌধুরী।

কবিতা উত্‌সবের একটি মুহূর্ত। ছবি: বিশ্বজিত্‌ রায় চৌধুরী।

বসন্তের প্রথম দিনেই কবিতা আর রবীন্দ্রনাথের গানের সুরে ভাসল শান্তিনিকেতন। সাহিত্য অ্যাকাডেমি, আবৃত্তিলোক ও বিশ্বভারতীর উদ্যোগে শুরু হল দু’দিনের কবিতা উত্‌সব। এ বারের উত্‌সবের প্রধান অতিথি ও পার বাংলার বিশিষ্ট কবি, সৈয়দ শামসুল হক। শনিবার বিকেলে শান্তিনিকেতনের লিপিকা প্রেক্ষাগৃহে উত্‌সবের উদ্বোধন করেন বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত।

আবৃত্তিলোকের কর্ণধার সৌমিত্র মিত্র বলেন, “এ বারও দুই বাংলার কবিরা যোগদান করেছেন কবিতা উত্‌সবে। বিশেষ করে ভাষা আন্দোলনের মাসে এই উত্‌সব হওয়ায়, এর গুরুত্ব আলাদা। শান্তিনিকেতনে কবিতা উত্‌সব করতে পেরে আমরা আনন্দিত।”

এ বার উত্‌সবে কবিতা পড়বেন দুই বাংলার কবিরা। উদ্বোধনে ছিলেন সাহিত্য অ্যাকাডেমির ভারপ্রাপ্ত আধিকারিক গৌতম পাল। তিনি বলেন, “প্রয়াত কবি শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়রা একসময় কবিতা উত্‌সবে এসেছেন। এখন নতুন কবিদের সুযোগ করে দেওয়ার পালা।” প্রসঙ্গত, চলতি মাসের ৯ তারিখ কলকাতার শিশিরমঞ্চে এই উত্‌সবের সূচনা হয়।

দুই বাংলার কবিদের নিয়ে শনিবার শান্তিনিকেতনে শুরু হল কবিতা উৎসব। আবৃত্তিলোক, সাহিত্য
অ্যাকাডেমি ও বিশ্বভারতীর উদ্যোগে এই উৎসবের প্রধান অতিথি ওপার বাংলার কবি সৈয়দ শামসুল হক। আবৃত্তিলোকের
কর্ণধার সৌমিত্র মিত্র বলেন, “ভাষা আন্দোলনের মাসে এই উৎসব করতে পেরে আনন্দিত। বিশ্বজিৎ রায়চৌধুরীর তোলা ছবি।

আজ রবিবার উত্‌সবের শেষ দিনে কবিতা পড়বেন কবি বিভাস রায়চৌধুরী, শ্রীজাত, বীথি চট্টোপাধ্যায়, সৈয়দ আল ফারুক, তারিক সুজাত। এ দিনই চৈতি ঘোষাল, অনিরুদ্ধ সিংহ, প্রশান্ত ঘোষ, সঙ্গীতভবন ও আবৃত্তিলোকের উদ্যোগে রয়েছে ‘শীত ও বসন্তের সংলাপ: শক্তি চট্টোপাধ্যায়’ শীর্ষক একটি আলেখ্য। অভিজিত্‌ সেন ও শ্রীলেখা চট্টোপাধ্যায়ের আবৃত্তির অনুষ্ঠানও রয়েছে এ দিন।

উত্‌সবের শেষ দিন কবি সৈয়দ শামসুল হককে সংবর্ধনা দেবেন উদ্যোক্তারা। কবিতা পাঠের সঙ্গে রয়েছে সঙ্গীতভবনের নিবেদনে রবীন্দ্রনাথের গানও। রয়েছে শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায়ের বিশেষ অনুষ্ঠান। কবি শামসুল হক বলেন, “গর্ব হচ্ছে রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে এসে কবিতা পাঠে। নানা স্মৃতি ভেসে উঠছে মনে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির কথা এখনও মনে আছে। সে সময় বাংলা ভাষায় কবিতা লেখার সেই সংগ্রাম, সেটাই বড় যুদ্ধ।”

শনিবার কবিতা পড়েন কবি সৈয়দ শামসুল হক, রণজিত্‌ দাস, অমিতাভ চৌধুরী, পিনাকী ঠাকুর, রজতেন্দ্র মুখোপাধ্যায় প্রমুখ। অসম থেকে এসেছেন কবি কৌস্তুভ মণি শইকিয়া। তিনিও এ দিন কবিতা পাঠ করেন। আবৃত্তিতে ছিলেন দেবেশ ঠাকুর, অভীক ঘোষ প্রমুখ। পরে কবিতা পাঠ করেন সৌমিত্র মিত্র, রবীন মজুমদার, নূপুর বসু প্রমুখ। শনিবার অনুষ্ঠান শেষ হয় ভায়োলিন ব্রাদার্সের বেহালা বাদনে।

santiniketan poetry festival visva bharati
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy