মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে জখম হলেন একই পরিবারের দুই মহিলা ও দুই শিশু। রবিবার রাত ৮টা নাগাদ দুবরাজপুর থানা এলাকার মেটেলা গ্রামের ঘটনা। সকলেই মারত্মক জখম হয়ে বর্তমানে চিকিৎসধীন। একটি শিশুর অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রবিবার দিনভর বৃষ্টি হচ্ছিল। রাত ৮টা নাগাদ মেটেলার ধর্মরাজ মন্দিরের কাছে থাকা বাদ্যকর পাড়ার বাসিন্দা পেশায় দিনমজুর চণ্ডীচরণ বাদ্যকরের মাটির বাড়ির দেওয়াল হঠাৎ করেই ভেঙে পড়ে। নীচে চাপা পড়ে যান চণ্ডীববুর স্ত্রী সন্ধ্যাদেবী, পুত্রবধূ মেনকা, বছর সাতেকের নাতি দেব ও বছর চারেকের নাতনি মেঘা। চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। ঘণ্টাখানেকের চেষ্টায় সকলকে উদ্ধার করে প্রথমে দুবরাজপুর ব্লক হাসপাতাল, সেখান থেকে সিউড়ি জেলা হাসপাতাল ও গভীর রাতে সকলকেই বর্ধমানে রেফার করা হয়। সোমবার চণ্ডীবাবু বলেন, ‘‘বাড়িতে আমি ও আমার ছেলে ছিলাম না। কোমরের, পাঁজরের হাড় ভেঙে জখম হয়েছে আমার বৌ ও বৌমা। নাতিটা একটু ভাল থাকলেও নাতনিটার এখনও জ্ঞান ফেরেনি।’’